০৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
অটিজম চিকিৎসার অপ্রতিষ্ঠিত পথে প্রতিটি পরিবার সাত দশক পর ব্রিটিশ মিউজিক্যালে নতুন জীবন পেল প্রিয় ভালুক সম্পর্কের উষ্ণতা ধরে রাখা উচিৎ, পারিবারিক সীমারেখা রক্ষা করে উৎসব উদযাপনের জ্ঞান শৈশবের গভীর ক্ষত থেকে লেখা এক রন্ধনশিল্পীর আত্মস্বীকারোক্তি মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৬৪) ক্ষমতার নৃত্য: ট্রাম্পের হোয়াইট হাউস বলরুম প্রকল্পে দানের আড়ালে ব্যবসায়িক স্বার্থের খেলা জোহরান মামদানির সিরিয়ান স্ত্রী রামা দুয়াজি সম্পর্কে এই বিষয়গুলো কি জানেন? পুঁজিবাজারে পতনের ধারা অব্যাহত: সপ্তাহ শেষে ডিএসই ও সিএসই লাল সূচকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যু সংবিধান উপেক্ষা করে গণভোটের তাড়াহুড়ো জনমনে সন্দেহ জাগাচ্ছে: আমীর খসরু

কোরবানির ঈদ আয়োজনে রঙ বাংলাদেশ

বাংলাদেশের মানুষের অন্যতম বৈশিষ্ট্য তারা সব সময় উৎসবকে ভালোবাসে। আর ঈদ মানেই উৎসবের দারুণ এক উপলক্ষ্য। সামনেই ঈদ উল আযহার উৎসব আমাদের আমন্ত্রণ জানাচ্ছে। ত্যাগের মহিমাকে ধারণ করতে অনেকেই ব্যস্ত হয়ে পড়বেন কোরবানির প্রস্তুতিতে। পাশাপাশি প্রতিটি পরিবারের সদস্যরা অপেক্ষা করবেন এই ঈদে কোন ডিজাইনের পোশাকে উৎসবকে বরণ করা যায় সেই আনন্দময় পরিকল্পনা নিয়ে।

দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ এবারের ঈদ উল আযহাতে নিয়ে এসেছে ঈদ উপযোগী বাহারি ডিজাইনের পোশাক। প্রতিষ্ঠানটির পণ্যে অন্যতম আকর্ষণ থাকে বিভিন্ন থিম ভিত্তিক পোশাকের, এবারেও ব্যতিক্রম নেই।

এই ঈদে পোশাকের নকশায় থিম হিসেবে ব্যবহার হয়েছে বাংলার আল্পনার ডিজাইন এবং ঐতিহাসিক আল হামরা মসজিদের নকশা অনুসারে। যা ঈদ উল আযহার পোশাককে এনে দিয়েছে ভিন্ন এক মাত্রা। ডিজাইনের পাশাপাশি রঙ বাংলাদেশ সব সময় গুরুত্ব দিয়ে থাকে মানসম্পন্ন কাপড়, আরাম, ও স্টাইলে।

এবারে ঈদ আয়োজনে পণ্য হিসেবে রয়েছে শাড়ি, পাঞ্জাবী, কামিজ, স্ট্রিচ ড্রেস, ফ্রক, টি-শার্ট, শার্ট ইত্যাদি। আরও একটি দারুণ ব্যাপার যে ঈদ যেহেতু একা মানুষের উৎসব নয়, এটি পরিবার, প্রিয়জন, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে উদযাপনের বিষয়; সেই ভাবনা থেকে প্রতিষ্ঠানটি তৈরি করেছে একই ডিজানের পারিবারিক পোশাক, যা ছোট বড় সবাইকে নিয়ে সম্মিলিত ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।

পারিবারিক এই পোশাকে রঙ হিসেবে ব্যবহৃত হয়েছে নেভিব্লু ও আকাশী। গরমে যা দারুণ আরাম দেবে। বাড়তি পাওনা হিসেবে থাকছে দেশীদশ ব্যতীত রঙ বাংলাদেশ এর সকল আউটলেটে সকল পণ্যেই ৫০% পর্যন্ত সাশ্রয়ী মূল্যছাড়।

সুতরাং দেরি না করে একা একা কিংবা দলবল নিয়ে ঢু মারতে পারেন রঙ বাংলাদেশের আউটলেটগুলোতে। ঢাকা ও ঢাকার বাহিরের ২০টি আউটলেটেই পাওয়া যাবে ঈদ উল আযহার সমৃদ্ধ পোশাক সংগ্রহ।

আর যারা ভিড় এড়িয়ে ঘরে বসে কেনাকাটা করতে ইচ্ছুক তাদের জন্য রয়েছে 

ই-কমার্স সাইট www.rang-bd.com 

ভ্যারিফাইড ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh.
জনপ্রিয় সংবাদ

অটিজম চিকিৎসার অপ্রতিষ্ঠিত পথে প্রতিটি পরিবার

কোরবানির ঈদ আয়োজনে রঙ বাংলাদেশ

১০:০০:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

বাংলাদেশের মানুষের অন্যতম বৈশিষ্ট্য তারা সব সময় উৎসবকে ভালোবাসে। আর ঈদ মানেই উৎসবের দারুণ এক উপলক্ষ্য। সামনেই ঈদ উল আযহার উৎসব আমাদের আমন্ত্রণ জানাচ্ছে। ত্যাগের মহিমাকে ধারণ করতে অনেকেই ব্যস্ত হয়ে পড়বেন কোরবানির প্রস্তুতিতে। পাশাপাশি প্রতিটি পরিবারের সদস্যরা অপেক্ষা করবেন এই ঈদে কোন ডিজাইনের পোশাকে উৎসবকে বরণ করা যায় সেই আনন্দময় পরিকল্পনা নিয়ে।

দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড রঙ বাংলাদেশ এবারের ঈদ উল আযহাতে নিয়ে এসেছে ঈদ উপযোগী বাহারি ডিজাইনের পোশাক। প্রতিষ্ঠানটির পণ্যে অন্যতম আকর্ষণ থাকে বিভিন্ন থিম ভিত্তিক পোশাকের, এবারেও ব্যতিক্রম নেই।

এই ঈদে পোশাকের নকশায় থিম হিসেবে ব্যবহার হয়েছে বাংলার আল্পনার ডিজাইন এবং ঐতিহাসিক আল হামরা মসজিদের নকশা অনুসারে। যা ঈদ উল আযহার পোশাককে এনে দিয়েছে ভিন্ন এক মাত্রা। ডিজাইনের পাশাপাশি রঙ বাংলাদেশ সব সময় গুরুত্ব দিয়ে থাকে মানসম্পন্ন কাপড়, আরাম, ও স্টাইলে।

এবারে ঈদ আয়োজনে পণ্য হিসেবে রয়েছে শাড়ি, পাঞ্জাবী, কামিজ, স্ট্রিচ ড্রেস, ফ্রক, টি-শার্ট, শার্ট ইত্যাদি। আরও একটি দারুণ ব্যাপার যে ঈদ যেহেতু একা মানুষের উৎসব নয়, এটি পরিবার, প্রিয়জন, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে উদযাপনের বিষয়; সেই ভাবনা থেকে প্রতিষ্ঠানটি তৈরি করেছে একই ডিজানের পারিবারিক পোশাক, যা ছোট বড় সবাইকে নিয়ে সম্মিলিত ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।

পারিবারিক এই পোশাকে রঙ হিসেবে ব্যবহৃত হয়েছে নেভিব্লু ও আকাশী। গরমে যা দারুণ আরাম দেবে। বাড়তি পাওনা হিসেবে থাকছে দেশীদশ ব্যতীত রঙ বাংলাদেশ এর সকল আউটলেটে সকল পণ্যেই ৫০% পর্যন্ত সাশ্রয়ী মূল্যছাড়।

সুতরাং দেরি না করে একা একা কিংবা দলবল নিয়ে ঢু মারতে পারেন রঙ বাংলাদেশের আউটলেটগুলোতে। ঢাকা ও ঢাকার বাহিরের ২০টি আউটলেটেই পাওয়া যাবে ঈদ উল আযহার সমৃদ্ধ পোশাক সংগ্রহ।

আর যারা ভিড় এড়িয়ে ঘরে বসে কেনাকাটা করতে ইচ্ছুক তাদের জন্য রয়েছে 

ই-কমার্স সাইট www.rang-bd.com 

ভ্যারিফাইড ফেসবুক পেজ www.facebook.com/rangbangladesh.