সাবরিনা নওশীন টুশি। ২০১৭ সালে বিটিভির তালিকাভুক্ত শিল্পী হন টুশি। ‘চ্যানেল আই সেরাকন্ঠ ২০২৩’-এ সেরার তালিকায় প্রথমে রয়েছেন টুশি। গত ১৮ মে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের ১৯’তম আসরে ‘চ্যানেল আই সেরাকন্ঠ ২০২৩’র চুড়ান্ত পর্বের ফলাফলে ফের সেরা চারজনের মধ্যে প্রথমেই টুশির অবস্থান। সেখানে টুশি বলে, প্লে-ব্যাক নিয়ে ও মৌলিক গান নিয়ে তার অনেক স্বপ্ন রয়েছে।
গানই জীবন গানই আমার প্রাণ। ছোটবেলা থেকেই গান গাইতে ভালোবাসি। চ্যানেল আই সেরাকন্ঠ ২০২৩ আমাকে একটি প্লাটফরম দিয়েছে, সেরাদের সেরা হিসেবে প্রথম আমার নামটি ঘোষিত হয়েছে শ্রদ্ধা রুনা লায়লা ম্যামের কন্ঠে এটা আমার জন্য অনেক অনেক বড় পাওয়া। এই প্লাটফরম আমাকে আগামীতে একজন সত্যিকারের সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠা করতে অনেক সাহস যুগিয়েছে। নিজের মৌলিক গান বেশি বেশি করতে চাই। উল্লেখ্য, আগামী ২৮ মে বিটিভির ‘সঙ্গীতা’ অনুষ্ঠানের জন্য গান মৌলিক গান রেকর্ড করবেন টুশি।