০৩:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি- ২০)

আবদুস সালাম (১৯২৫-১৯৫২]

ভাষা শহিদ আবদুস সালাম

ভাষা শহিদ আবদুস সালাম ছিলেন শিল্প বিভাগের পিয়ন। থাকতেন নীলক্ষেত ব্যারাকে। ২১ শে ফেব্রুয়ারি খুব সম্ভব অফিসে যাচ্ছিলেন তিনি। পুলিশের গুলিতে আহত হন। তাঁকে মেডিকেলে ভর্তি করা হয়। দেড় মাস হাসপাতালে থাকার পর তিনি মৃত্যুবরণ করেন।

ভাষা শহিদ আবদুস সালাম স্মৃতি জাদুঘর,ফেনী

আবদুল হাদী লেন

পুরনো ঢাকার একটি গলি। এখানে মুঘল আমলে বাজার বসতো যার নাম ছিল আবদুল হাদীর বাজার। বাজার উঠে গেছে, নামটি রয়ে গেছে।

(চলবে)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি- ১৯)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি- ১৯)

 

জনপ্রিয় সংবাদ

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি- ২০)

০৭:০০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

আবদুস সালাম (১৯২৫-১৯৫২]

ভাষা শহিদ আবদুস সালাম

ভাষা শহিদ আবদুস সালাম ছিলেন শিল্প বিভাগের পিয়ন। থাকতেন নীলক্ষেত ব্যারাকে। ২১ শে ফেব্রুয়ারি খুব সম্ভব অফিসে যাচ্ছিলেন তিনি। পুলিশের গুলিতে আহত হন। তাঁকে মেডিকেলে ভর্তি করা হয়। দেড় মাস হাসপাতালে থাকার পর তিনি মৃত্যুবরণ করেন।

ভাষা শহিদ আবদুস সালাম স্মৃতি জাদুঘর,ফেনী

আবদুল হাদী লেন

পুরনো ঢাকার একটি গলি। এখানে মুঘল আমলে বাজার বসতো যার নাম ছিল আবদুল হাদীর বাজার। বাজার উঠে গেছে, নামটি রয়ে গেছে।

(চলবে)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি- ১৯)

পুরান ঢাকার অতীত দিনের কথা ( কিস্তি- ১৯)