০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
শিক্ষার্থী-শিক্ষকের প্রেমের গল্প নিয়ে বিতর্কে বন্ধ হলো দক্ষিণ কোরিয়ার কে-ড্রামা পাকিস্তানে সীমাহীন শ্রমিক শোষণ আলেকজান্দ্রিয়ার প্রাসাদে এক রুদ্ধদ্বার বৈঠক: ক্লিওপেট্রা ও সিজারের কথোপকথন হিউএনচাঙ (পর্ব-১৪৯) বাংলাদেশে ইভ টিজিং- নারী মানসিক স্বাস্থ্য ও সামাজিক স্থিতিশীলতার সংকট এপি’র প্রতিবেদন: হাসিনা-বিরোধী বিদ্রোহের পরিণতি সামাল দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ মধুমতী নদী: দক্ষিনের যোগাযোগ পথ মধ্যপন্থী রাজনৈতিক দল ধ্বংস করা রাষ্ট্রের জন্য ক্ষতিকর চিরসবুজ নায়িকা মৌসুমী: রূপালী পর্দার এক যুগের প্রতীক কাপ্তাই লেকের মাছের বৈচিত্র্য ও মাছ ধরার রীতি – পার্বত্য চট্টগ্রামের জলে জীবনের গল্প

নতুন সিনেমায় আশাবাদী মন্দিরা

সময়ের আলোচিত নায়িকা মন্দিরা চক্রবর্ত্তী। চ্যানেল আই আয়োজিত ‘সেরা নাচিয়ে’তে অংশগ্রহনের মধ্যদিয়ে খুলনার মেয়ে মন্দিরার মিডিয়াতে যাত্রা শুরু। এরপর তিনি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। হয়েছেন মিউজিক ভিডিওর মডেল, করেছেন সিনেমাতে অভিনয়। ছোট পর্দায় কাজ করার পর ২০২৪ সালে তার অভিনীত প্রথম সিনেমা ছিলো ‘কাজল রেখা’।


প্রথম সিনেমাতেই তিনি দর্শকের মনে ঠাঁই করে নিতে পেরেছিলেন। আর ‘নীলচক্র’ ছিলো দ্বিতীয় সিনেমা। ‘নীলচক্র’ সিনেমায় দর্শকের কাছ থেকে সাড়া পেয়ে মুগ্ধ মন্দিরা। মন্দিরা নিজেও বেশ কয়েকবার হলে গিয়ে দর্শকের সঙ্গে ‘নীলচক্র’ সিনেমাটি দেখেছেন। ‘নীলচক্র’ মুক্তির পর তার কাছে আরো বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব এসেছে।

জানা যায়, বেশ কয়েকটি সিনেমার গল্প শোনার পর মন্দিরা জানান এর মধ্যে দুটি সিনেমার গল্প তার পছন্দ হয়েছে। যদি সবমিলিয়ে ভালোলেগে যায় তাহলে শিগগিরই মন্দিরার পক্ষ থেকে ঘোষনা আসবে নতুন সিনেমায় অভিনয় করার। এ নিয়ে অনেক আশাবাদী মন্দিরা চক্রবর্ত্তী।

উল্লেখ্য, আগামী সপ্তাহে সিনেপ্লেক্সে সিনেমাটি আবারো প্রদর্শন করা হবে। সরকারী অনুদান পাওয়া ‘কাজল রেখা’ সিনেমায় অভিনয় করেই নায়িকা হিসেবে অভিষেক হয় মন্দিরার। মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’ তার অভিনীত দ্বিতীয় সিনেমা। এখন পর্যন্ত তিনি মোশাররফ করিম, তাহসান, আফরান নিশো, আরিফিন শুভ, আবদুন নূর সজলসহ অনেকের সঙ্গেই জুটি বেঁধে অভিনয় করেছেন।

 

 

শিক্ষার্থী-শিক্ষকের প্রেমের গল্প নিয়ে বিতর্কে বন্ধ হলো দক্ষিণ কোরিয়ার কে-ড্রামা

নতুন সিনেমায় আশাবাদী মন্দিরা

০৫:৩০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫

সময়ের আলোচিত নায়িকা মন্দিরা চক্রবর্ত্তী। চ্যানেল আই আয়োজিত ‘সেরা নাচিয়ে’তে অংশগ্রহনের মধ্যদিয়ে খুলনার মেয়ে মন্দিরার মিডিয়াতে যাত্রা শুরু। এরপর তিনি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। হয়েছেন মিউজিক ভিডিওর মডেল, করেছেন সিনেমাতে অভিনয়। ছোট পর্দায় কাজ করার পর ২০২৪ সালে তার অভিনীত প্রথম সিনেমা ছিলো ‘কাজল রেখা’।


প্রথম সিনেমাতেই তিনি দর্শকের মনে ঠাঁই করে নিতে পেরেছিলেন। আর ‘নীলচক্র’ ছিলো দ্বিতীয় সিনেমা। ‘নীলচক্র’ সিনেমায় দর্শকের কাছ থেকে সাড়া পেয়ে মুগ্ধ মন্দিরা। মন্দিরা নিজেও বেশ কয়েকবার হলে গিয়ে দর্শকের সঙ্গে ‘নীলচক্র’ সিনেমাটি দেখেছেন। ‘নীলচক্র’ মুক্তির পর তার কাছে আরো বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব এসেছে।

জানা যায়, বেশ কয়েকটি সিনেমার গল্প শোনার পর মন্দিরা জানান এর মধ্যে দুটি সিনেমার গল্প তার পছন্দ হয়েছে। যদি সবমিলিয়ে ভালোলেগে যায় তাহলে শিগগিরই মন্দিরার পক্ষ থেকে ঘোষনা আসবে নতুন সিনেমায় অভিনয় করার। এ নিয়ে অনেক আশাবাদী মন্দিরা চক্রবর্ত্তী।

উল্লেখ্য, আগামী সপ্তাহে সিনেপ্লেক্সে সিনেমাটি আবারো প্রদর্শন করা হবে। সরকারী অনুদান পাওয়া ‘কাজল রেখা’ সিনেমায় অভিনয় করেই নায়িকা হিসেবে অভিষেক হয় মন্দিরার। মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’ তার অভিনীত দ্বিতীয় সিনেমা। এখন পর্যন্ত তিনি মোশাররফ করিম, তাহসান, আফরান নিশো, আরিফিন শুভ, আবদুন নূর সজলসহ অনেকের সঙ্গেই জুটি বেঁধে অভিনয় করেছেন।