রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় শোকে স্তব্ধ শোবিজ তারকারাও। এতে শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকারা আবেগঘন পোস্ট করেন।
শাকিব খান লিখেছেন, রাজধানীর উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানাই।’
কনকচাঁপা লিখেছেন, ‘রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজের ওপর বিমানবাহিনীর প্রশিক্ষণরত বিমান দুর্ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, পথচারী এবং বিমানের সাথে সংশ্লিষ্ট পাইলট ও সম্পৃক্ত সকলের জন্য আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
আঁখি আলমগীর লিখেছেন, ‘মাইলস্টোন কলেজ দিয়াবাড়ি ক্যাম্পাসের ওপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় আমি আতঙ্কিত। আহা, কী অসহায় আমরা। আল্লাহ সবাইকে ক্ষমা করুন, সহায় হোন।’
মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘উত্তরার দিয়াবাড়িতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত। সকলের জন্য প্রার্থনা করছি!’
শবনম বুবলী লিখেছেন, ‘আল্লাহ আপনি সহায় হোন, এই নিষ্পাপ বাচ্চাগুলোকে রক্ষা করুন, সকল মা বাবাকে ধৈর্য দান করুন।’
তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘মাইলস্টোনের জন্য প্রার্থনা।’
তমা মির্জা লিখেছেন, ‘আল্লাহ দয়া করে নিষ্পাপ বাচ্চাগুলোকে সাহায্য করুন এবং রক্ষা করুন। সকল বাচ্চা, শিক্ষক এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।’
মাহিয়া মাহি লিখেছেন, ‘বাচ্চাগুলোর মধ্যে আমি আমার ফারিশকে দেখতে পাচ্ছি শুধু। আল্লাহ তুমি ওদের কষ্ট দিওনা প্লিজ।’
সাদিয়া আয়মান জানান, ‘উত্তরা আধুনিক হাসপাতাল ও মনসুর আলী মেডিকেলে প্রচুর রক্তদাতার প্রয়োজন। প্লিজ এগিয়ে আসেন!’
পড়শি লিখেছেন, ‘এই মুহূর্তে যারা উত্তরার মাইলস্টোন স্কুল এলাকায় আছেন, বিনীত অনুরোধ, অনর্থক ভিড় করবেন না। এটি রেসকিউ কার্যক্রম এবং অ্যাম্বুলেন্সের চলাচলে বাধা সৃষ্টি করবে। উদ্ধারকাজে সহযোগিতা করুন।’
পূজা চেরি লিখেছেন, ‘মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত এই শিশুটিকে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, এখন পর্যন্ত তার কোনও পরিচিত বা অভিভাবক খুঁজে পাওয়া যায়নি। যদি কেউ চিনে থাকেন বা তার পরিবার বা স্বজনদের সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দয়া করে এই নম্বরে দ্রুত যোগাযোগ করতে বলুন-০১৮১১-৬৯৬০৩৩। হে সৃষ্টিকর্তা, সবাইকে রক্ষা করো।’
সোহানা সাবা লিখেছেন, ‘আমার ধারণাই ছিলো না যে ঢাকার মতো জনবহুল এলাকায় বিমান চালানো প্রাক্টিস করা হয়!’
সামিরা খান মাহি লিখেছেন, ‘আজ এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক খবরে জানা গেছে, বহু ছাত্র-ছাত্রী হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ তুমি সবাইকে হেফাজতে রাখো।’
তৌসিফ মাহবুব রক্তদানে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে বলেন, ‘যারা উত্তরার আশপাশে আছেন, রক্ত দিতে পারবেন, তারা আশপাশের হাসপাতালে চলে যান।’
জিয়াউল হক পালাশ লিখেছেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীদের জন্য প্রার্থনা করুন।’
ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘ভালো লাগছে না কিছু, চোখের সামনে কত বাচ্চার ঝলসানো শরীর দেখলাম। আল্লাহ কি দোষ বাচ্চাগুলোর? আহারে ওরা তাদের স্কুলে ক্লাস করছিল। মা-বাবাগুলোর বুক খালি করে দিয়েন না আল্লাহ! সবাই যার যার জায়গা থেকে হতাহতের জন্য দোয়া করি।’
রাশেদ মামুন অপু লিখেছেন, ‘ইয়া আল্লাহ, তুমি রহম করো।’
সাইফ খান লিখেছেন, ‘আজ উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের পাশে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। একটি বিমান ভবনের ওপর ক্র্যাশ করে, পুরো ভবন আংশিক ধসে পড়েছে। চারপাশে আতঙ্ক, কান্না আর অস্থিরতা। সবাইকে অনুরোধ করছি অপ্রয়োজনে ভিড় না করে নিরাপদ দূরত্বে থেকে উদ্ধারকাজে সহায়তা করুন।’