ম্যানচেস্টারের সেঞ্চুরিতে দৃষ্টি কেড়েও সমালোচনার মুখে জাদেজা
ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্টের শেষ দিনে রবীন্দ্র জাদেজা দুর্ভেদ্য বাউন্স সামলে সেঞ্চুরি তুলে নেন এবং ওয়াশিংটন সুন্দরকে সঙ্গে নিয়ে অপরাজিত ২০৩ রানের জুটি গড়ে ম্যাচ ড্র‐এ পৌঁছে দেন। তবুও সাবেক ওপেনার নভজ্যোত সিং সিধু মনে করেন, এই ইনিংস “ম্যাচ জেতানোর” পর্যায়ে পৌঁছায়নি।
‘ম্যাচ‐উইনার’ বনাম সহায়ক ভূমিকায় তুলনা
সিধুর ভাষায়, কপিল দেব ছিলেন এমন এক বোলিং অলরাউন্ডার, যিনি বিদেশের মাটিতে একাধিক টেস্ট ভারতের পক্ষে টেনে নিয়েছিলেন। অন্যদিকে জাদেজা দ্রুত ওভার সম্পন্ন করে চাপ সৃষ্টি করলেও, জয়ের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো পারফরম্যান্স বিদেশে এখনও ধরা পড়েনি।
চলতি সিরিজে জাদেজার ব্যাটিং ঝলক
ইংল্যান্ডের বিপক্ষে চলমান অ্যান্ডারসন–টেন্ডুলকর ট্রফিতে ছয় ইনিংসে জাদেজার সংগ্রহ ৪৫৪ রান, গড় ১১৩.৫০। এর সঙ্গে রয়েছে আরও চারটি অর্ধশতক; রান তালিকায় তিনি আছেন শুবমান গিল (৭২২), কেএল রাহুল (৫১১) ও ঋষভ পন্ত (৪৭৯)–এর পরই।
লর্ডস টেস্টেই শুরু সমালোচনা
তৃতীয় টেস্টে লর্ডসে ১৯৩ রানের লক্ষ্যে ছুটতে গিয়ে ভারত ২২ রানে পরাজিত হয়; ৫৮/৪ থেকে ১১২/৮–এ নেমে যায় দল। শেষ স্বীকৃত ব্যাটার জাদেজা চেষ্টা করলেও টেলএন্ডারের সঙ্গে জুটি গড়ে দলকে জিতিয়ে আনতে পারেননি। সেই ম্যাচের পর থেকেই তাঁর আক্রমণাত্মক কৌশল নিয়ে প্রশ্ন উঠে।
ওভালের শেষ টেস্টে সামনে বড় দায়িত্ব
সিরিজ ১–২ ব্যবধানে পিছিয়ে থাকা ভারত বৃহস্পতিবার ওভালে পঞ্চম ও শেষ টেস্ট খেলতে নামবে। সেখানে জয়ই একমাত্র উপায় জাদেজা ও দলের সমালোচকদের মুখ বন্ধ করার।