আলাস্কা শীর্ষ বৈঠকের পর নতুন উদ্যোগ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলাস্কা বৈঠক কোনো শান্তিচুক্তি ছাড়া শেষ হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা করেছেন, আগামী সোমবার তিনি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।
শনিবার জেলেনস্কি জানান, ট্রাম্পের সঙ্গে তাঁর দীর্ঘ ও গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়েছে। তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানান আমন্ত্রণ জানানোর জন্য এবং বলেন, তারা সরাসরি বৈঠকে যুদ্ধ বন্ধ ও হত্যাযজ্ঞ থামানোর সব বিষয় নিয়ে আলোচনা করবেন।
ইউরোপের ভূমিকার গুরুত্ব
জেলেনস্কি স্পষ্ট করেছেন, ইউক্রেন সংকটে ইউরোপকে যুক্ত করা অপরিহার্য। তাঁর ভাষায়, “প্রতিটি ধাপে ইউরোপীয়দের সম্পৃক্ত থাকা জরুরি, যাতে আমেরিকার সঙ্গে মিলে নির্ভরযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা তৈরি করা যায়।” তিনি জানান, যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় ভূমিকা রাখবে বলে ইতিবাচক সঙ্কেতও পেয়েছেন।
তিনি আরও জানান, প্রথমে ট্রাম্পের সঙ্গে একান্তে কথা বলেন, পরে ইউরোপের কয়েকজন নেতার সঙ্গে সম্মিলিত আলাপ করেন। সব মিলিয়ে দেড় ঘণ্টারও বেশি সময় ফোনালাপ হয়।
আলাস্কা বৈঠকের ফলাফল ও ট্রাম্পের অবস্থান
শুক্রবার আলাস্কায় ট্রাম্প পুতিনকে আড়ম্বরপূর্ণ অভ্যর্থনা দিলেও বৈঠক শেষে যুদ্ধ বন্ধে সুনির্দিষ্ট কোনো অগ্রগতি দেখা যায়নি। ট্রাম্প পরে বলেন, “চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই।” অন্যদিকে পুতিন দাবি করেন, একটি ‘বোঝাপড়া’ হয়েছে এবং ইউরোপকে সতর্ক করেন যেন তারা এই প্রাথমিক অগ্রগতি নষ্ট না করে।
ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এখন দায়িত্ব অনেকটাই জেলেনস্কির, তবে ইউরোপীয় দেশগুলোও সম্পৃক্ত থাকবে। ওয়াশিংটনে ফেরার পথে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি তিনি। হোয়াইট হাউসের মুখপাত্র জানান, ট্রাম্প জেলেনস্কির সঙ্গে দীর্ঘ আলাপের পর ন্যাটো নেতাদের সঙ্গেও ফোনে কথা বলেন।
কারা যুক্ত ছিলেন আলোচনায়
ইউরোপীয় কমিশনের মুখপাত্র আরিয়ান্না পোডেস্তা জানান, ট্রাম্পের সঙ্গে আলাপ করেছেন জেলেনস্কি, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরক্কি, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন এবং ন্যাটো মহাসচিব মার্ক রুটে। তবে আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।
এদিকে, ইউরোপীয় নেতারা এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি, যারা জেলেনস্কির মতোই আলাস্কার শীর্ষ বৈঠকে অংশ নেননি।
রাশিয়ার প্রতিক্রিয়া ও সামরিক হামলা
রাশিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, ট্রাম্প-পুতিন আলোচনায় এখনো ট্রাম্প-জেলেনস্কি-পুতিনের কোনো ত্রিপক্ষীয় বৈঠকের বিষয় উঠেনি।
অন্যদিকে, ইউক্রেনের সেনাবাহিনী জানায়, রাশিয়া শুক্রবার রাতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৮৫টি শাহেদ ড্রোন দিয়ে হামলা চালায়। এর মধ্যে ৬১টি ড্রোন ভূপাতিত করা হয়। সুমি, দ্নিপ্রোপেত্রোভস্ক, দোনেৎস্ক ও চেরনিহিভের সীমান্তবর্তী এলাকায় হামলা চালানো হয়েছে।
ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি
-
সারাক্ষণ রিপোর্ট - ০৪:১৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
- 47
জনপ্রিয় সংবাদ



















