১২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
রাশিয়ার তেল কেনায় দেশগুলোর ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্কের পথ খুলে দিলেন ট্রাম্প শিশুদের নীরব উচ্চ রক্তচাপ: শহুরে জীবনে বাড়ছে ভবিষ্যৎ হৃদ ঝুঁকি মধ্যরাতে আওয়ামী লীগ নেতার বাসায় পুলিশ কর্মকর্তার উপস্থিতি ঘিরে ধূম্রজাল জাতীয় স্বার্থ ও বাস্তবতা তুলে ধরায় তামিম ইকবাল: মত প্রকাশ ঘিরে অযাচিত বিতর্ক ঢাকায় ভাঙারি দোকানে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বিএনপির আবদুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বাতিল চেয়ে জামায়াত প্রার্থীর আবেদন সুন্দরবনে ব্রিটিশ হাইকমিশনারের সফর: সংরক্ষণ, মানুষ ও আগামী দিনের নেতৃত্বের গল্প হবিগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত, অন্তত ২৫ জন আহত সিলেটে মাজারসংলগ্ন সড়কের পাশে বৃদ্ধার মরদেহ উদ্ধার রাজবাড়ীতে বিদেশি পিস্তল ও গুলিসহ মাদক কারবারি গ্রেপ্তার

দাম বাড়ছে, পুষ্টি কমছে: গরিবদের খাদ্য সুরক্ষা ঝুঁকিতে

বাজারে বিভিন্ন সবজির দাম বাড়ার ফলে নিম্নআয়ের মানুষদের রুটিন খাদ্য বদলে যাচ্ছে। তারা এখন বেশি করে সস্তা ও সহজলভ্য আলুর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে—কিন্তু দীর্ঘমেয়াদি পুষ্টিকাহানি ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্ক হওয়া জরুরি।

বর্তমানে প্রতিদিনের রান্নাবান্দায় ব্যবহৃত বেগুন, পটল, টমেটোসহ নানা সবজির মূল্য বেড়ে যাওয়ায় সংগ্রামী পরিবারের পক্ষে নিয়মিত সবজি কেনা কঠিন হয়ে পড়েছে। বাজারে গিয়ে ক্রেতারা এখন আরও হিসাব করে কেনাকাটা করছেন; অনেকের ঝুঁকি-ভিত্তিক রেসিপি বদলে গেছে।

আলু তুলনামূলকভাবে সস্তা থাকায় অনেক গরিব পরিবার আলুকে প্রধান খাদ্য হিসেবে বেছে নিচ্ছেন। আলু কার্বোহাইড্রেট সরবরাহ করে, কিন্তু প্রোটিন, লোহা ও ভিটামিনের ঘাটতি ঢাকাতে পারে না। তাই আলু একাই পুষ্টি সমাধান নয়।

মানিকগঞ্জে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০-১২০ টাকায়

মানিকগঞ্জের হাটে সবজি কেনতে আসা দিনমজুর রহিম মিয়া জানান, আগে পরিবারে বেগুন-টমেটো-পটল থাকত; এখন দুই সন্তান নিয়ে আলু ভাজি আর ভাত দিয়েই দিন চলে। তার মতো হাজারো পরিবারই এখন আলু নির্ভরতার দিকে ঝুঁকছে।

দীর্ঘমেয়াদে আলু নির্ভর খাদ্যশৈলী শিশুর বৃদ্ধি, রক্তাল্পতা ও অন্যান্য পুষ্টিহীনতার ঝুঁকি বাড়ায়। জাতীয়ভাবে দেখলে ন্যূনমাত্রার পুষ্টি সুরক্ষা না থাকলে স্বাস্থ্যভ care ব্যয় ও কর্মক্ষমতা কমার সম্ভাবনা তৈরি হয়।

মৌসুমি সস্তা শাক-সবজি, সুলভ ডাল ও ডিম বিকল্প পুষ্টির উৎস হিসেবে প্রচার করা দরকার। সরকার ও স্থানীয় প্রশাসনকে সুলভ মূল্যে পুষ্টিকর খাদ্য সরবরাহ, বাজার পর্যবেক্ষণ ও দর নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সম্প্রদায়ভিত্তিক ভ্রাম্যমাণ হাট বা কৃষক-গ্রাহক সরাসরি বিপণন বাড়ালে মধ্যস্বত্বভোগী কমে দরও নেমে আসবে।

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার তেল কেনায় দেশগুলোর ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্কের পথ খুলে দিলেন ট্রাম্প

দাম বাড়ছে, পুষ্টি কমছে: গরিবদের খাদ্য সুরক্ষা ঝুঁকিতে

০৪:৪৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

বাজারে বিভিন্ন সবজির দাম বাড়ার ফলে নিম্নআয়ের মানুষদের রুটিন খাদ্য বদলে যাচ্ছে। তারা এখন বেশি করে সস্তা ও সহজলভ্য আলুর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে—কিন্তু দীর্ঘমেয়াদি পুষ্টিকাহানি ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে সতর্ক হওয়া জরুরি।

বর্তমানে প্রতিদিনের রান্নাবান্দায় ব্যবহৃত বেগুন, পটল, টমেটোসহ নানা সবজির মূল্য বেড়ে যাওয়ায় সংগ্রামী পরিবারের পক্ষে নিয়মিত সবজি কেনা কঠিন হয়ে পড়েছে। বাজারে গিয়ে ক্রেতারা এখন আরও হিসাব করে কেনাকাটা করছেন; অনেকের ঝুঁকি-ভিত্তিক রেসিপি বদলে গেছে।

আলু তুলনামূলকভাবে সস্তা থাকায় অনেক গরিব পরিবার আলুকে প্রধান খাদ্য হিসেবে বেছে নিচ্ছেন। আলু কার্বোহাইড্রেট সরবরাহ করে, কিন্তু প্রোটিন, লোহা ও ভিটামিনের ঘাটতি ঢাকাতে পারে না। তাই আলু একাই পুষ্টি সমাধান নয়।

মানিকগঞ্জে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০-১২০ টাকায়

মানিকগঞ্জের হাটে সবজি কেনতে আসা দিনমজুর রহিম মিয়া জানান, আগে পরিবারে বেগুন-টমেটো-পটল থাকত; এখন দুই সন্তান নিয়ে আলু ভাজি আর ভাত দিয়েই দিন চলে। তার মতো হাজারো পরিবারই এখন আলু নির্ভরতার দিকে ঝুঁকছে।

দীর্ঘমেয়াদে আলু নির্ভর খাদ্যশৈলী শিশুর বৃদ্ধি, রক্তাল্পতা ও অন্যান্য পুষ্টিহীনতার ঝুঁকি বাড়ায়। জাতীয়ভাবে দেখলে ন্যূনমাত্রার পুষ্টি সুরক্ষা না থাকলে স্বাস্থ্যভ care ব্যয় ও কর্মক্ষমতা কমার সম্ভাবনা তৈরি হয়।

মৌসুমি সস্তা শাক-সবজি, সুলভ ডাল ও ডিম বিকল্প পুষ্টির উৎস হিসেবে প্রচার করা দরকার। সরকার ও স্থানীয় প্রশাসনকে সুলভ মূল্যে পুষ্টিকর খাদ্য সরবরাহ, বাজার পর্যবেক্ষণ ও দর নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সম্প্রদায়ভিত্তিক ভ্রাম্যমাণ হাট বা কৃষক-গ্রাহক সরাসরি বিপণন বাড়ালে মধ্যস্বত্বভোগী কমে দরও নেমে আসবে।