শেয়ারবাজারে রেকর্ড উত্থান
ওরাকল করপোরেশনের শেয়ার বুধবার প্রায় ৪৩ শতাংশ বেড়ে ইতিহাসের সর্বোচ্চ স্থানে পৌঁছেছে। এর ফলে প্রতিষ্ঠানটি ট্রিলিয়ন-ডলার মূল্যের ক্লাবে প্রবেশের দ্বারপ্রান্তে এবং সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন বিশ্বের ধনী তালিকায় শীর্ষের দিকে এগিয়ে যাচ্ছেন।
মঙ্গলবার কোম্পানি চারটি বহু-বিলিয়ন ডলারের চুক্তি ঘোষণা করেছে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য প্রচুর কম্পিউটিং ক্ষমতা কেনার প্রবণতা বেড়েছে। ওপেনএআই ও এক্সএআইসহ বড় প্রযুক্তি কোম্পানিগুলো এই প্রতিযোগিতার নেতৃত্ব দিচ্ছে।
ওপেনএআই-এর সঙ্গে রেকর্ড চুক্তি
ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, ওপেনএআই আগামী পাঁচ বছরে প্রায় ৩০০ বিলিয়ন ডলারের কম্পিউটিং ক্ষমতা ওরাকলের কাছ থেকে কিনবে। এটি ইতিহাসের অন্যতম বড় ক্লাউড চুক্তি।
ওরাকলের মঙ্গলবারের ঘোষণায় উল্লেখ করা হয়েছে, নতুন আয়ের বেশিরভাগই এই চুক্তি থেকে আসবে। ওপেনএআই মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও ওরাকলও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
এলিসনের সম্পদ বৃদ্ধি
৮১ বছর বয়সী এলিসন ওরাকলের ৪১ শতাংশ শেয়ারের মালিক। একদিনেই তার সম্পদ প্রায় ১০০ বিলিয়ন ডলার বেড়ে ৩৯২ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে (ফোর্বস অনুযায়ী)। এভাবে তিনি দ্রুত টেসলা প্রধান ইলন মাস্কের কাছাকাছি চলে এসেছেন। বর্তমানে মাস্কের সম্পদ ৪৩৯ দশমিক ৯ বিলিয়ন ডলার।
যদি বাজারে এই উত্থান ধরে রাখা যায়, ওরাকলের বাজারমূল্য আরও ২৩৪ বিলিয়ন ডলার বেড়ে ৯১৩ বিলিয়ন ডলারে পৌঁছাবে এবং কোম্পানিটি ট্রিলিয়ন-ডলার ক্লাবে প্রবেশের খুব কাছাকাছি যাবে।
প্রতিযোগিতাকে ছাড়িয়ে যাত্রা
ওরাকলের শেয়ার চলতি বছরে ৪৫ শতাংশ বেড়েছে, যা ‘ম্যাগনিফিসেন্ট সেভেন’ নামে পরিচিত শীর্ষ প্রযুক্তি শেয়ার ও এসঅ্যান্ডপি ৫০০ সূচকের তুলনায় অনেক বেশি। বিনিয়োগকারীরা এআই-নির্ভর ক্লাউড কোম্পানির ওপর ভরসা রাখছেন।
ওরাকলের সিইও সাফরা ক্যাটজ বলেন, আগামী কয়েক মাসে আরও কয়েকটি বহু-বিলিয়ন ডলারের গ্রাহকের সঙ্গে চুক্তি হতে পারে এবং কোম্পানির অবশিষ্ট পারফরম্যান্স অর্ডার (RPO) অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
ক্লাউড মার্কেটে ওরাকলের অবস্থান
বর্তমানে মাইক্রোসফট, অ্যামাজন ও গুগল একসঙ্গে ক্লাউড মার্কেটের ৬৫ শতাংশ নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে ওরাকল, আলিবাবা ও কোরউইভসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান ছোট অংশ দখল করে আছে।
তবে ওরাকল অ্যামাজন, মাইক্রোসফট ও গুগলের সঙ্গে চুক্তি করেছে, যাতে তাদের ক্লাউড গ্রাহকরা নেটিভ সার্ভিসের পাশাপাশি ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার (OCI) ব্যবহার করতে পারে। শুধু প্রথম ত্রৈমাসিকেই এই অংশীদারিত্ব থেকে আয় ১৬ গুণেরও বেশি বেড়েছে।
এআই অবকাঠামোতে শক্ত অবস্থান
ওরাকলের বড় সুবিধাগুলোর মধ্যে একটি হলো সফটব্যাংক ও ওপেনএআই-এর স্টারগেট প্রকল্পে ভূমিকা। এই প্রকল্পে প্রায় ৫০০ বিলিয়ন ডলার ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি ওরাকলকে বৃহৎ এআই অবকাঠামো ব্যবসায় শক্ত অবস্থান এনে দেবে।
কোম্পানি এক্সএআই-কেও ক্লাউড সেবা দেয়, যা ইলন মাস্কের প্রতিষ্ঠিত এআই স্টার্টআপ। মাস্ক দীর্ঘদিন ধরে এলিসনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
প্রযুক্তি শেয়ারে প্রভাব
ওরাকলের প্রথম ত্রৈমাসিক ফলাফলের পর এনভিডিয়া, ব্রডকম ও অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের মতো চিপ নির্মাতা কোম্পানির শেয়ারও ২ থেকে ৮ শতাংশ বেড়েছে। প্রতিযোগী কোরউইভের শেয়ার বেড়েছে প্রায় ১৫ শতাংশ।
মূল্যায়ন তুলনা
বর্তমানে ওরাকলের শেয়ার ভবিষ্যৎ ১২ মাসের আয়ের তুলনায় ৩৩ দশমিক ৩৪ গুণ দামে লেনদেন হচ্ছে। অ্যামাজনের ক্ষেত্রে এই অনুপাত ৩২ দশমিক ৩৪ এবং মাইক্রোসফটের ক্ষেত্রে ৩০ দশমিক ৮৩।