যানচলাচল বন্ধ–এলাকা ঘিরে ফেলা
ব্যাংককের এক সড়ক অংশ ধসে পড়ে বড় সিঙ্কহোল তৈরি হয়েছে। অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়; এলাকা কর্ডন করে ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হয়েছে।
মেরামত ও অনুসন্ধান
বিদ্যুৎ–পানি–টেলিকম লাইনে প্রভাব পড়েছে। মাটি ধসে পড়ার কারণ ও সাম্প্রতিক নির্মাণকাজ নিয়ে তদন্ত শুরু; পাশের ব্লকগুলোতেও সেফটি চেকের নির্দেশ।