মরদেহ উদ্ধার
ঢাকার খিলগাঁও থানার পূর্ব গোড়ান এলাকার একটি ভবনের তৃতীয় তলা থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
পরিচয় ও পটভূমি
নিহত নারীর নাম জেবুন্নিসা (২৮)। তিনি জামালপুর জেলার ইসলামপুর থানার ধর্মকুড়াইল বাজার এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশের বক্তব্য
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আতিকুজ্জামান জানান, সোমবার সকাল ১০টার দিকে জেবুন্নিসার মরদেহ উদ্ধার করা হয়। এরপর তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক ধারণা
পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, পারিবারিক কলহের কারণে জেবুন্নিসা আত্মহত্যা করে থাকতে পারেন। তবে সঠিক মৃত্যুর কারণ ময়নাতদন্তের প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 


















