নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার একটি ভাড়া বাসায় আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুই শিশু রয়েছে। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে একজনকে পরে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
শিশুদের বাবা ও একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির সেলস প্রতিনিধি কুমোদ চন্দ্রনাথ ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)-কে জানান, রাত আটটার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসায় আগুন লাগে।
তার ভাষ্য অনুযায়ী, রান্নাঘরে পরিবারের এক সদস্য মোমবাতি জ্বালানোর সময় এ দুর্ঘটনা ঘটে।
হঠাৎ একটি বড় শব্দ শোনা যায় এবং মুহূর্তেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
চিৎকার শুনে অন্য তিনজন পরিবারের সদস্য রান্নাঘরে ছুটে যান। তারা একে অপরকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন, জানান কুমোদ।

কুমোদ-এর ধারণা, চুলা বা পাইপলাইনে জমে থাকা গ্যাসে আগুন লেগে বিস্ফোরণ হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ঘরের কিছু আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মাইন উদ্দিন জানান, দগ্ধরা হলেন ঐদ্রিকা (৮), তুর্য (৪), তাদের বাবা কুমোদ চন্দ্রনাথ (৪৩) এবং মা সাবিতাবনী দাস (৩২)।
তাদের মধ্যে ঐদ্রিকার শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
অন্যরা সামান্য দগ্ধ হয়েছেন বলে চিকিৎসক জানান।
সারাক্ষণ রিপোর্ট 



















