দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল থানায় টানা ২৫ দিন ধরে অফিসার ইনচার্জ (ওসি) না থাকায় এলাকাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। দীর্ঘদিন ধরে তদন্ত কর্মকর্তা না থাকায় অপরাধ তদন্ত কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে। এতে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, চুরি ও প্রতারণার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
থানা প্রধানহীন বেনাপোলে আইনশৃঙ্খলার সংকট
বেনাপোল স্থলবন্দর দেশের আমদানি-রপ্তানির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তবে গত ২৫ দিন ধরে থানার কোনো ওসি নেই। পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক ওসি রাসেল মিয়া ১৯ সেপ্টেম্বর বদলি হয়েছেন। এরপর থেকে নতুন ওসি নিয়োগ দেওয়া হয়নি। বর্তমানে উপ-পরিদর্শক (এসআই) মনিক কুমার সাহা ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব পালন করছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রধান দায়িত্বশূন্য অবস্থায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। প্রতিদিনই ছোট-বড় অপরাধের ঘটনা ঘটছে, কিন্তু কার্যকর তদারকি না থাকায় দমন কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে।
সাত বছর ধরে শূন্য তদন্ত কর্মকর্তার পদ
থানার আরেকটি গুরুত্বপূর্ণ পদ, তদন্ত কর্মকর্তার আসন, সাত বছর ধরে শূন্য রয়েছে। ফলে অপরাধ তদন্ত কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। অনেক মামলা ঝুলে আছে, নতুন অভিযোগেরও নিষ্পত্তি হচ্ছে না বলে জানাচ্ছেন স্থানীয়রা। এতে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।
অপরাধ বাড়ছে তিন ইউনিয়নে
বেনাপোল থানার আওতাধীন তিনটি ইউনিয়নে—বেনাপোল, বড়পোতা ও পুটখালী—সম্প্রতি চুরি, ছিনতাই ও প্রতারণার ঘটনা বেড়েছে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক ও চোরাচালানের ঝুঁকিও বাড়ছে। পুলিশের তদারকি দুর্বল থাকায় চোরাচালানকারীরা সুযোগ নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সীমান্ত এলাকায় মাদকের বিস্তার
স্থানীয়রা জানায়, প্রতিদিন ভারতীয় সীমান্ত থেকে গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদক দেশে প্রবেশ করছে। বেনাপোল, পুটখালী, বড়পোতা ও শিকরী এলাকায় মাদকসেবীদের আনাগোনা এখন প্রায় নিয়মিত। তরুণদের মধ্যে আসক্তি বাড়ছে, যা সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে।
যাত্রী ও পাসপোর্টধারীদের টার্গেট করে প্রতারণা
বেনাপোল চেকপোস্ট এলাকায় পাসপোর্টধারী ও আন্তর্জাতিক যাত্রীদের টার্গেট করে প্রতারণার ঘটনাও বাড়ছে। পুলিশের নেতৃত্ব সংকটে থাকায় এসব ঘটনার দ্রুত প্রতিকার হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীরা। অনেক সময় অভিযোগ দিলেও ব্যবস্থা নিতে বিলম্ব হচ্ছে।
প্রশাসনের অবস্থান
নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আরিফ হোসেন জানিয়েছেন, নতুন ওসি নিয়োগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিনি বলেন, “ডিআইজি ও এসপি অফিসে বিষয়টি পাঠানো হয়েছে, খুব দ্রুতই নিয়োগ দেওয়া হবে বলে আশা করছি।”
#বেনাপোল_পোর্ট #আইনশৃঙ্খলা_#সংকট ওসি_#শূন্য মাদক_#পাচার চোরাচালান প্রতারণা সীমান্ত_#নিরাপত্তা তদন্ত_#অসহায়তা #সারাক্ষণ_রিপোর্ট