দেশব্যাপী গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এতে চলতি বছরের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮,২৮০ জনে। তবে এ সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, ফলে মৃতের সংখ্যা অপরিবর্তিত রয়েছে ২৪৩ জনে—বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডি-জি-এইচ-এস)।
বিভাগভিত্তিক আক্রান্তের পরিসংখ্যান
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীদের মধ্যে—
- বরিশাল বিভাগে (সিটি করপোরেশন এলাকার বাইরে) ৬৫ জন,
- চট্টগ্রাম বিভাগে ৮৮ জন,
- ঢাকা বিভাগের বাইরের এলাকায় ১৮১ জন,
- ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬ জন,
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৬ জন,
- ময়মনসিংহ বিভাগে ২৪ জন রোগী শনাক্ত হয়েছে।
হাসপাতালে ভর্তি ও চিকিৎসাধীন রোগী
বর্তমানে ঢাকায় ৯৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। সারা দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২,৬৭৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
লিঙ্গভিত্তিক সংক্রমণের হার
প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে আক্রান্ত রোগীদের মধ্যে ৬১.২ শতাংশ পুরুষ এবং ৩৮.৮ শতাংশ নারী।
গত বছরের তুলনামূলক পরিসংখ্যান
গত বছর ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১,০১,২১৪ জন আক্রান্ত হয়েছিলেন এবং ১,০০,০৪০ জন সুস্থ হয়ে উঠেছিলেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমলেও এখনো দেশজুড়ে সংক্রমণের ঝুঁকি বিদ্যমান। স্বাস্থ্য অধিদপ্তর নাগরিকদের সচেতনতা বাড়াতে এবং মশার প্রজননস্থল ধ্বংসে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদারের আহ্বান জানিয়েছে।
# ডেঙ্গু, স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ, জনস্বাস্থ্য, সারাক্ষণ রিপোর্ট