থাইল্যান্ডের সামুত প্রাকান প্রদেশে স্বর্ণালঙ্কার ডাকাতির ঘটনায় অভিযুক্ত এক কম্বোডিয়ান নাগরিককে রবিবার সকালে থাই সীমান্তের চান্তাবুরি প্রদেশ থেকে গ্রেপ্তার করেছে অভিবাসন পুলিশ। অভিযুক্ত ব্যক্তি প্রায় ১৬ লাখ বাথ, মূল্যের স্বর্ণালঙ্কার ছিনতাই করেছিলেন বলে অভিযোগ।
ঘটনাস্থল ও গ্রেপ্তারের বিবরণ
পুলিশ জানায়, ৩১ বছর বয়সী ওই কম্বোডিয়ান নাগরিকের নাম আউচ ইয়ং। রবিবার সকাল ৯টার দিকে পং নাম রন জেলার বান লাম বাজার এলাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়। ধারণা করা হচ্ছে, তিনি চান্তাবুরি প্রদেশ থেকে সীমান্ত পার হয়ে নিজের দেশে পালানোর চেষ্টা করছিলেন।

ডাকাতির পদ্ধতি
পুলিশ সূত্রে জানা যায়, আউচ ইয়ং কম্বোডিয়ার বানতেয় মিনচে প্রদেশের বাসিন্দা। তাঁকে শনিবার দুপুরে সামুত প্রাকানের বাং সাও থং জেলার লোটাস সিটি পার্ক শপিং সেন্টারের একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়।
ডাকাতি করার সময় তিনি একটি পিংপং বোমা ব্যবহার করেছিলেন বলে জানা গেছে। আতঙ্ক ছড়িয়ে তিনি দোকান থেকে প্রায় ১৬ লাখ বাথ মূল্যের স্বর্ণের চেইন নিয়ে পালানোর চেষ্টা করেন।
অদ্ভুত সমাপ্তি
তবে পালানোর সময় শপিং মল থেকে বের হওয়ার পথে তিনি সব স্বর্ণের চেইন ফেলে দেন বলে পুলিশ জানিয়েছে। ফলে স্বর্ণালঙ্কারগুলো উদ্ধার করা গেলেও অভিযুক্তের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ বর্তমানে তাঁর বিরুদ্ধে আরও তদন্ত চালাচ্ছে। তাঁকে আদালতে তোলা হবে এবং সীমান্ত পারাপারের চেষ্টা ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগও যোগ করা হতে পারে বলেও জানিয়েছে পুলিশ।
কম্বোডিয়া, #স্বর্ণ_ডাকাতি, #থাইল্যান্ড, #চান্তাবুরি, #সামুত_প্রাকান, #অভিবাসন_পুলিশ, #সীমান্ত_নিরাপত্তা, #সারাক্ষণ_রিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 




















