কক্সবাজারের কলাতলী এলাকায় এক পর্যটকের মৃত্যু হয়েছে অতিরিক্ত মদ্যপানের কারণে বলে ধারণা করছে পুলিশ। ঘটনাটি ঘিরে পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
ঘটনার বিবরণ
বুধবার সকালে কক্সবাজার শহরের হোটেল–মোটেল জোনের ‘হাইপেরিয়ন হোয়াইট প্যালেস’-এর ৪০৭ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। মৃত পর্যটকের নাম মো. রুবেল (৪২), তিনি নওগাঁ জেলার শিবরামপুর এলাকার লাল বার-এর ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রুবেল নওগাঁ থেকে আসা আরও তিনজন পর্যটকের সঙ্গে ওই হোটেলে অবস্থান করছিলেন। রাতের দিকে তাদের সঙ্গে দুই তরুণী যোগ দেন। পরে তারা একসঙ্গে মদ্যপান করেন। কিছু সময় পর রুবেল অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোটেল কর্তৃপক্ষের বক্তব্য
হোটেল ম্যানেজার নাজমুল হক বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে অতিরিক্ত মদ্যপানের কারণেই মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, “পুলিশ পাঁচজনকে—দুই তরুণীসহ—জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।”
আটক ব্যক্তিদের পরিচয়
আটক পাঁচজন হলেন—
- আব্দুল লতিফ (৪২)
- মো. মামুন (৪২)
- মতালেব (৩৬)
- মারজিনা আক্তার (১৮)
- সাবিনা আক্তার (১৭)
পুলিশের তদন্ত ও পরবর্তী পদক্ষেপ
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, “আমরা হোটেল এলাকায় মাদক ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাচ্ছি। কিছু ক্ষেত্রে হোটেল কর্তৃপক্ষের সংশ্লিষ্টতাও পাওয়া যাচ্ছে। এ ঘটনায়ও সে ধরনের যোগসূত্র আছে কিনা, তা তদন্ত করা হচ্ছে।”
কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে এবং ময়নাতদন্ত রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত মদ্যপানে মৃত্যুর এই ঘটনাটি কক্সবাজারের পর্যটন শিল্পের নিরাপত্তা ও নৈতিকতার বিষয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। পর্যটন এলাকা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি জোরদার করার আশ্বাস দিয়েছে।
#
কক্সবাজার, পর্যটক মৃত্যু, মদ্যপান, ট্যুরিস্ট পুলিশ, হোটেল নিরাপত্তা, সারাক্ষণ রিপোর্ট