রাজশাহী শহরের সিটি হাট এলাকায় বুধবার দুপুরে একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান। নিহত দুজনই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ছিলেন।
দুর্ঘটনার সময় ও স্থান
ঘটনাটি ঘটে বুধবার দুপুর ১টার দিকে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি মোটরসাইকেল সিটি হাট এলাকায় ইউ-টার্ন নেওয়ার সময়। এ সময় পেছন দিক থেকে আসা গ্রামীণ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
নিহতদের পরিচয়
নিহতরা হলেন—
- ফকিরপাড়া গ্রামের আজিজুর রহমান খান (৪০)
- কিচনিধা গ্রামের সাইবুর রহমান (৪৫)
দুজনেই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ছিলেন।
পুলিশের বক্তব্য
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মচুমা মুস্তারী জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক ব্যক্তি মারা যান। অন্যজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরবর্তী ব্যবস্থা
নিহতদের পরিবার কোনো অভিযোগ না করেই লাশ নিয়ে যান। ফলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে পুলিশ স্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা করেছে বলে জানিয়েছেন ওসি মচুমা মুস্তারী।
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় এভাবে প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক নেমে এসেছে। নিরাপদ ইউ-টার্ন ও গতিসীমা নিয়ন্ত্রণের দাবি আবারও সামনে এসেছে।
#
#রাজশাহী #সড়কদুর্ঘটনা #বাসদুর্ঘটনা #চাঁপাইনবাবগঞ্জ #সারাক্ষণরিপোর্ট