ফেনীর দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজারে এক ব্যবসায়ীকে মারধর ও পাঁচ লাখ টাকা লুটের ঘটনায় দায়ের করা মামলায় যুবদল কর্মী মো. বাদশা মিয়াকে ঢাকায় গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার রাতে যৌথ অভিযানে তাকে লালবাগ এলাকা থেকে আটক করা হয়।
গ্রেপ্তারের বিবরণ
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক বাদশা মিয়া মামলার দ্বিতীয় আসামি। তিনি জয়লস্কর ইউনিয়নের ওমরপুর গ্রামের মো. হোসেনের ছেলে।
র্যাব–৭ ও র্যাব–১০-এর যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ অক্টোবর) রাতে লালবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড
ফেনী জেলা যুবদলের সদস্য হাসানুজ্জামান শাহাদাৎ জানান, বাদশা মিয়া আগে যুবলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং জয়লস্কর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জহিরের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
তিনি বলেন, “বাদশা মিয়া মাদক, চুরি ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর সে নিজেকে যুবদল নেতা হিসেবে পরিচয় দিয়ে আবারও অপরাধমূলক কাজে লিপ্ত হয়।”

স্থানীয় সূত্রের বক্তব্য
এক স্থানীয় যুবদল নেতা, নাম প্রকাশ না করার শর্তে, বলেন যে বাদশা মিয়া দাগনভূঞা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন গাজী এবং স্থানীয় যুবদল নেতা আশরাফুলের সহায়তায় সংগঠনের ব্যানারে অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল।
আইনি পদক্ষেপ
র্যাব–৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজ্জাফর হোসেন জানান, গ্রেপ্তার বাদশাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ী বিভাগে হস্তান্তর করা হয়েছে।
#ফেনী, যুবদল, র্যাব, ডাকাতি, গ্রেপ্তার, দাগনভূঞা, ঢাকা, আইন-শৃঙ্খলা
সারাক্ষণ রিপোর্ট 


















