এক সপ্তাহব্যাপী পুলিশের অভিযান
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এক সপ্তাহব্যাপী অভিযানে অনৈতিক কার্যকলাপের অভিযোগে শহরের চারটি হোটেল সিলগালা করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) এসএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব হোটেল থেকে ১২ জন নারী-পুরুষকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
যেসব হোটেল সিলগালা করা হয়েছে
পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, সিলগালা করা হোটেলগুলো হলো—
- সিলেট রেস্ট হাউস
- বিলাস রেসিডেন্সিয়াল হোটেল
- গ্র্যান্ড সৌদা হোটেল
- আল সাদি হোটেল
এসএমপি জানায়, এসব হোটেল দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যকলাপের আস্তানায় পরিণত হয়েছিল।

মাদক ও অবৈধ পণ্যের বিপুল উদ্ধার
একই অভিযানে পুলিশ ২৫০ পিস ইয়াবা, ৫৮৭ বোতল বিদেশি মদ, ২০০ গ্রাম গাঁজা ও ১০২ লিটার দেশীয় মদ উদ্ধার করে।
এ ছাড়া পৃথক অভিযানে বিপুল পরিমাণ চোরাই ও পাচারকৃত পণ্য জব্দ করা হয়, যার মধ্যে ছিল—
- ২,০৭১টি ভারতীয় শাড়ি
- ৩১ প্যাকেট ভারতীয় চকলেট
- ১,৬০০ পিস স্কিন কেয়ার ক্রিম
- ১ লাখ ৬৮ হাজার ভারতীয় বিড়ি
- ৭৭০ প্যাকেট বিদেশি সিগারেট
এসব পণ্য পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।
এক সপ্তাহে গ্রেফতার ২০০ জনের বেশি
গত এক সপ্তাহে সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন—
- ১৬ জন মাদক ব্যবসায়ী
- ১০ জন তালিকাভুক্ত ছিনতাইকারী
- ২৪ জন চিহ্নিত চোর
এসএমপি জানিয়েছে, শহরের নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের বক্তব্য
এসএমপি-র অতিরিক্ত উপকমিশনার (উত্তর) ও মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,
“অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। সিলেট নগরকে অপরাধমুক্ত রাখতে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি।”
#সিলেট #অভিযান #হোটেলসিলগালা #মাদকদমন #অনৈতিককার্যকলাপ #সারাক্ষণরিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 


















