দুর্ঘটনার সংক্ষিপ্ত বিবরণ
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের আনসার খান পুকুরপাড় এলাকায় শনিবার সকালে এক অটোরিকশা উল্টে দুইজন নিহত ও একজন নারী আহত হয়েছেন।
নিহতদের পরিচয়
নিহতরা হলেন—দক্ষিণ বালাপাড়া ব্রহ্মত্তর গ্রামের তালেব্বর রহমানের ছেলে বকুল মিয়া (৫৮) এবং একই এলাকার আতিউল ইসলাম আতিক (৩৪)।
আহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার সময় ও স্থান
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে মহিষখোঁচা বাজার-আদিতমারী বাইপাস সড়কের আনসার খান পুকুরপাড় এলাকায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আতিক মারা যান।

উদ্ধার অভিযান ও চিকিৎসা
অটোরিকশার অন্যান্য যাত্রীদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে গুরুতর আহত বকুল মিয়া পথেই মারা যান বলে জানিয়েছেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর।
আহত নারী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
#লালমনিরহাট #সড়কদুর্ঘটনা #অটোরিকশা #আদিতমারী #বাংলাদেশ
সারাক্ষণ রিপোর্ট 


















