দুর্ঘটনার স্থান ও সময়
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার মজুরদিয়া এলাকায় শুক্রবার রাতে মঝকান্দি–ভাটিয়াপাড়া সড়কে একটি ট্রাক ব্যাটারি চালিত ভ্যানকে ধাক্কা দিলে দুজন নিহত ও পাঁচজন আহত হন। দুর্ঘটনাটি ঘটে রাত প্রায় ১০টা ৪৫ মিনিটের দিকে।
নিহত ও আহতদের পরিচয়
নিহতরা হলেন ওই উপজেলার বিপ্লব কুমার সাহা (৫৫) এবং নারায়ণ চন্দ্র সাহা (৫০)। তাঁরা কাজির গ্রাম থেকে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা
বোয়ালমারী থানার তদন্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) আল আমিন হোসেন জানান, ট্রাকটি ভ্যানটিকে পেছন দিক থেকে আঘাত করলে ঘটনাস্থলেই বিপ্লব কুমার সাহা ও নারায়ণ চন্দ্র সাহা নিহত হন। এতে ভ্যানে থাকা আরও পাঁচজন আহত হন।

আহতদের চিকিৎসা
আহতদের দ্রুত উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করেছে এবং ঘটনার তদন্ত চলছে।
#ফরিদপুর #সড়কদুর্ঘটনা #বোয়ালমারী #বাংলাদেশ #সারাক্ষণরিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 


















