রংপুরে খাদ্য অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষায় প্রকৃত প্রার্থীর বদলে পরীক্ষায় অংশ নেওয়ায় এক ব্যাংক কর্মকর্তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন গোলাম রাব্বানী, জনতা ব্যাংকের রংপুর করপোরেট শাখার কর্মকর্তা এবং পীরগঞ্জ উপজেলার তিওরমারী গ্রামের বাসিন্দা। তিনি প্রার্থী রাহাদুজ্জামান সুজনের হয়ে পরীক্ষা দিতে যান রংপুরের সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।
দ্রুত রায় ও শাস্তি
ঘটনা জানাজানি হওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহান ঘটনাস্থলে গিয়ে গোলাম রাব্বানীকে আটক করেন। পরে জনসাধারণ পরীক্ষা আইন অনুযায়ী তাকে এক মাসের সরল কারাদণ্ড দেন।
ম্যাজিস্ট্রেট জানান, রাব্বানী এর আগেও একাধিক পরীক্ষায় প্রক্সি হিসেবে অংশ নিয়েছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ধরনের অপরাধ বারবার ঘটায় তার বিরুদ্ধে দ্রুত শাস্তির ব্যবস্থা নেওয়া হয়।
উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা
পরীক্ষায় প্রক্সি দেওয়ার ঘটনায় শুধু রাব্বানী নন, প্রকৃত প্রার্থী রাহাদুজ্জামান সুজনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট জানান, সুজনকে পরীক্ষাকেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে এবং ভবিষ্যতে খাদ্য অধিদপ্তরের কোনো পরীক্ষায় অংশগ্রহণের ওপর তার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পরীক্ষার সার্বিক পরিস্থিতি
খাদ্য অধিদপ্তরের অধীনে সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের এই পরীক্ষা শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রংপুরের ৪৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। মোট ৫০ হাজার ৭৭৫ জন প্রার্থী এ পরীক্ষায় অংশ নেন।
প্রশাসনের সতর্কতা
প্রশাসনের কর্মকর্তারা জানান, সরকারি নিয়োগ পরীক্ষায় এ ধরনের প্রক্সি প্রতারণা ঠেকাতে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। ভবিষ্যতে অনুরূপ অপরাধে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
#খাদ্যঅধিদপ্তর #রংপুর #প্রক্সি_পরীক্ষা #জনতাব্যাংক #ভ্রাম্যমাণআদালত #সারাক্ষণরিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 


















