পুনরায় আলোচনায় শিল্পা শিরোডকার
অভিনেত্রী শিল্পা শিরোডকার সম্প্রতি তার নতুন ছবি ‘জাতাধার’ প্রচারণায় ব্যস্ত। দীর্ঘ বিরতির পর এই ছবির মাধ্যমে তিনি ফের পর্দায় ফিরছেন। এই পৌরাণিক ভৌতিকধর্মী ছবিতে তার সহ-অভিনেতা হিসেবে আছেন সুধীর বাবু ও সোনাক্ষী সিনহা।
এক সাক্ষাৎকারে শিল্পা নিজের পরিবারের সদস্য ও জনপ্রিয় তেলুগু অভিনেতা মাহেশ বাবু সম্পর্কে খোলামেলা মন্তব্য করেন। তিনি জানান, মাহেশ শুধু একজন বড় মাপের তারকাই নন, বরং অত্যন্ত সদয় ও ইতিবাচক মানসিকতার মানুষ।
মাহেশ বাবু: ঈর্ষাহীন ও নির্মল মন
শিল্পাকে যখন মাহেশ বাবু সম্পর্কে প্রশ্ন করা হয়, তিনি হাসিমুখে বলেন, “তিনি আমাদের পরিবার, এবং আমার দেখা অন্যতম সদয় আত্মা। অভিনেতা হিসেবে আমিও তার ভক্ত। মাহেশ আমার দুলাভাই, কিন্তু সত্যি বলতে তিনি এমন একজন মানুষ, যিনি সবার মঙ্গল চান। তার মধ্যে কোনো হিংসা, ঈর্ষা বা নেতিবাচকতা নেই। তিনি যেমন পর্দায় দেখান, বাস্তবেও তেমনই।”
শিল্পার এই বক্তব্য মাহেশের সেই পরিচিত দিকটি আবারও তুলে ধরে—তিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রজগতের এমন একজন অভিনেতা, যিনি বিভিন্ন ভাষার সিনেমা দেখেন ও ভালো কাজের প্রশংসা প্রকাশ্যে করেন।

একসঙ্গে কাজের সম্ভাবনা
যখন শিল্পাকে জিজ্ঞাসা করা হয় যে তিনি কখনও মাহেশের সঙ্গে একই ছবিতে অভিনয় করার কথা ভেবেছেন কি না, তিনি হেসে বলেন, “না, এখনও সে প্রসঙ্গে কথা হয়নি। তবে যদি ‘জাতাধার’ ভালো সাড়া পায়, তাহলে হয়তো ভবিষ্যতে এমন কিছু ঘটতেও পারে।”
পারিবারিক বন্ধন
শিল্পার বোন নম্রতা শিরোডকার, যিনি নিজেও একসময় বলিউডের পরিচিত মুখ ও মডেল ছিলেন, মাহেশ বাবুর স্ত্রী। দাম্পত্য জীবনের দুই দশকেরও বেশি সময় পেরিয়ে, তারা এখন দুই সন্তানের অভিভাবক—গৌতম ও সিতারা। জানা গেছে, সন্তানরাও অভিনয়ে আগ্রহী।
শিল্পার অভিনয়জীবনের যাত্রা
শিল্পা ২০০০ সালে এম.এফ. হুসেইনের ‘গজ গামিনী’ ছবির পর চলচ্চিত্র জগত থেকে বিরতি নেন এবং ব্যবসায়ী আপারেশ রঞ্জিতকে বিয়ে করেন। তাঁদের এক কন্যা রয়েছে। পরে তিনি ছোট পর্দায় ‘এক মুঠি আসমান’, ‘সিলসিলা পেয়ার কা’ ও ‘সাবিত্রী দেবী কলেজ অ্যান্ড হসপিটাল’ নামের জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। ২০২০ সালে তিনি ‘গানস অব বানারস’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে ফিরে আসেন।

মাহেশ বাবুর সাম্প্রতিক কাজ
মাহেশ বাবু সর্বশেষ ত্রিভিক্রম শ্রীনিবাসের পরিচালনায় ‘গুন্তুর কারাম’ ছবিতে দেখা গিয়েছিলেন (২০২৪ সালের শুরুতে মুক্তি পায়)। বর্তমানে তিনি এস.এস. রাজামৌলির সঙ্গে একটি অ্যাকশন–অ্যাডভেঞ্চার ছবিতে কাজ করছেন, যার অস্থায়ী নাম ‘SSMB 29’। ছবিটিতে প্রিয়াঙ্কা চোপড়া, প্রিথ্বিরাজ সুকুমারনও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।
সারাক্ষণ রিপোর্ট 



















