৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় পরিবর্তনের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের রেলপথ অবরোধের কারণে ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় সময় পেছানোর দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকায় রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৫টার দিকে বাকৃবির জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন জানান, বিকাল ৫টার দিকে বিসিএস পরীক্ষার্থীরা সময় পরিবর্তনের দাবিতে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেন। এতে ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় ময়মনসিংহ রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন এলাকায় ট্রেন বন্ধ রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরীক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করলেও তারা রেলপথ থেকে সরে দাঁড়ায়নি।
এর আগে গত শনিবার (২২ নভেম্বর) ও রবিবার (২৩ নভেম্বর) একই দাবিতে একই এলাকায় শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেন। তখনও ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাত্রীদের ভোগান্তি হয়।
#ময়মনসিংহ #রেলপথ_অবরোধ #বিসিএস #ট্রেন_চলাচল #বাকৃবি #বাংলাদেশ_রেলওয়ে
সারাক্ষণ রিপোর্ট 


















