শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে বুধবার সকাল ১১টা ১৪ মিনিটে আগুন লাগে। দ্রুত ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মাত্র আঠারো মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভবনটিতে আগুন লাগার পর সকাল ১১টা ১৪ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ‘হাসপাতালের ব্লক এ-এর চতুর্থ তলায় আগুন লাগে। আমরা সকাল ১১টা ১৪ মিনিটে খবর পাই। ১১টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সাতটি ইউনিটের চেষ্টায় ১১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’
সারাক্ষণ রিপোর্ট 


















