ঢাকার কদমতলীতে মাদককারবারিদের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর টানা কয়েকদিন লড়াই করে বুধবার ভোররাতে তিনি মারা যান।
২৬ বছর বয়সী মো. শাহীন বেপারী গত ২২ নভেম্বর কদমতলীতে গুলিবিদ্ধ হন। সেদিন রাতে স্থানীয় এক মাদককারবারির ফোনে দোকান থেকে বের হলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে মৃত্যু
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, বুধবার রাত ১টা ২২ মিনিটে শাহীন মারা যান। মৃত শাহীন শরীয়তপুরের পালং থানার দক্ষিণ কেবরঙ্গার গ্রামের সিরাজ বেপারীর ছেলে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে থাকতেন এবং স্থানীয় এক ফার্নিচারের দোকানে কাজ করতেন।
মামলা ও আসামির নাম
শাহীনের বড় ভাই সাদ্দাম জানান, ঘটনার পর কদমতলী থানায় ১৪ জনের নামে মামলা করা হয়েছে। পাশাপাশি আরও ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।

মামলায় যাদের নাম রয়েছে:
বাবু, ইব্রাহিম, রুবেল ওরফে প্লে রুবেল, মাসুদ, বাবু ওরফে নাক কাটা বাবু, শান্ত, হিরা, স্বপন, শাওন ওরফে চাপাতি শাওন, আলামিন, মনিড় ওরফে গুঁটি মনিড়, হাসান এবং শাহীন।
আটক দুই সন্দেহভাজন
ঘটনার পর স্থানীয়রা দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন—চান মিয়া ওরফে চানু এবং মো. জহির। পুলিশ তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও গুলির খোসা উদ্ধার করে।
বর্তমান অবস্থা
হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি কদমতলী থানা পুলিশকে জানিয়েছে। শাহীনের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
#tags: ক্রাইম | কদমতলী | গুলিবিদ্ধ | ঢাকা মেডিকেল | সারাক্ষণ রিপোর্ট
সারাক্ষণ রিপোর্ট 


















