০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
মোংলায় পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার নগরকান্দায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ আটক ১৮ জিমেইলের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা কি সত্যিই অগোছালো ইনবক্সের ত্রাণকর্তা ইউক্রেনে যুদ্ধের সবচেয়ে নিষ্ঠুর শীত, বিদ্যুৎ ও তাপ ব্যবস্থায় রুশ হামলায় বিপর্যস্ত কিয়েভ গ্রিনল্যান্ড ঘিরে শুল্ক হুমকি: বিশ্ব বাণিজ্যে নতুন ধরনের যুদ্ধের ছায়া পূর্ব জেরুজালেমে জাতিসংঘের শরণার্থী সংস্থার স্থাপনা গুঁড়িয়ে দিতে ইসরায়েলের অভিযান স্পেনের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: তদন্তে নতুন মোড়, পাওয়া ধাতব অংশটি কি নিখোঁজ বগি নেটফ্লিক্স ও ওয়ার্নার ব্রাদার্সের সম্ভাব্য জোটে সাবস্ক্রিপশন ক্লান্তি থেকে স্বস্তির আশা দর্শকদের শাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, মেধাতালিকায় ৪০ হাজারের বেশি গ্রিনল্যান্ড ইস্যুতে সুর নরম করলেন ট্রাম্প, ইউরোপের ওপর শুল্ক হুমকি প্রত্যাহার, বাজারে স্বস্তির র‌্যালি

বিচারকদের ঐতিহাসিক প্রতিরোধ

ট্রাম্প প্রশাসনের নতুন গণ-আটক নীতি যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক আইনি প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কয়েক মাসের মধ্যেই ২২০ জনের বেশি ফেডারেল বিচারক নীতিটিকে অযৌক্তিক বা অবৈধ ঘোষণা করেছেন। বহু বছর ধরে দেশে বসবাসকারী অভিবাসীদের বাধ্যতামূলক আটকের সিদ্ধান্ত থেকেই এই সংকটের সূত্রপাত।

নীতির পটভূমি
গত ৩০ বছর ধরে প্রচলিত নিয়ম অনুযায়ী—দীর্ঘদিন বসবাস, পরিবার, কর্মসংস্থান বা আশ্রয়ের আবেদন থাকা অভিবাসীদের ‘নতুন আগমনকারী’ ধরা হতো না। ফলে তারা বাধ্যতামূলক আটকের আওতায় পড়তেন না।
কিন্তু ট্রাম্প প্রশাসন এই নীতি বদলে দেয় এবং বহু বছর ধরে দেশে থাকা লোকজনকেও ‘দেশে প্রবেশের অনুমতি চাইছে’ হিসেবে ধরে বাধ্যতামূলক আটকের আওতায় আনে।

বিচারকদের সমালোচনা
অনেক বিচারক এই ব্যাখ্যাকে আইনের প্রচলিত ধারা ও বাস্তবতার পরিপন্থী বলে রায় দেন। একজন বিচারক মন্তব্য করেন—এটি এমন যেন কেউ সিনেমা হলে ঢুকে বসে আছে, অথচ তাকে বলা হচ্ছে সে এখনও “প্রবেশের অনুমতি চাইছে।”
ডজনের পর ডজন বিচারকই মনে করেন, সরকারের ব্যাখ্যাটি অযৌক্তিক।

জামিন কাঠামো ভেঙে পড়া
আগে যাদের বিরুদ্ধে দেশছাড়া করার মামলা চলত, তারা বিচার চলাকালীন মুক্ত থাকতে পারতেন এবং আটক হলে জামিন চাইতে পারতেন। বিচারকরা বিবেচনা করতেন তারা সমাজের জন্য ঝুঁকিপূর্ণ কি না বা পালানোর সম্ভাবনা আছে কি না।
কিন্তু নতুন নীতিতে Board of Immigration Appeals ঘোষণা করে যে অভিবাসন বিচারকদের আর কোনো ক্ষমতা নেই এই আটক ব্যক্তিদের জামিন দেওয়ার। ফলে ফেডারেল আদালতই হয়ে ওঠে তাদের শেষ আশ্রয়।

ফেডারেল আদালতে মামলার ঢল
POLITICO-র সমীক্ষায় দেখা গেছে—হাজারো মামলায় বিচারকরা সরকারবিরোধী রায় দিচ্ছেন।
সর্বশেষ হিসেবে, অন্তত ২২৫ জন ফেডারেল বিচারক ৫০০-এর বেশি আটক অভিবাসীকে মুক্তি বা জামিন শুনানির নির্দেশ দিয়েছেন—
ডেমোক্র্যাট প্রেসিডেন্টদের নিয়োগপ্রাপ্ত ১৬৬ জন এবং রিপাবলিকান প্রেসিডেন্টদের নিয়োগপ্রাপ্ত ৫৯ জন বিচারকসহ প্রায় সব রাজ্যেই নীতির বিপরীতে রায় এসেছে।


ট্রাম্প প্রশাসনের গণ-আটক নীতি যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থায় তীব্র চাপ সৃষ্টি করেছে। বিচারকদের ধারাবাহিক রায় প্রমাণ করে—নীতিটি আইনি ও বাস্তবিক উভয় দিক থেকেই অকার্যকর ও অযৌক্তিক।


#TrumpPolicy #USCourts #Immigration

জনপ্রিয় সংবাদ

মোংলায় পশুর নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বিচারকদের ঐতিহাসিক প্রতিরোধ

০১:৪৬:১১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

ট্রাম্প প্রশাসনের নতুন গণ-আটক নীতি যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক আইনি প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কয়েক মাসের মধ্যেই ২২০ জনের বেশি ফেডারেল বিচারক নীতিটিকে অযৌক্তিক বা অবৈধ ঘোষণা করেছেন। বহু বছর ধরে দেশে বসবাসকারী অভিবাসীদের বাধ্যতামূলক আটকের সিদ্ধান্ত থেকেই এই সংকটের সূত্রপাত।

নীতির পটভূমি
গত ৩০ বছর ধরে প্রচলিত নিয়ম অনুযায়ী—দীর্ঘদিন বসবাস, পরিবার, কর্মসংস্থান বা আশ্রয়ের আবেদন থাকা অভিবাসীদের ‘নতুন আগমনকারী’ ধরা হতো না। ফলে তারা বাধ্যতামূলক আটকের আওতায় পড়তেন না।
কিন্তু ট্রাম্প প্রশাসন এই নীতি বদলে দেয় এবং বহু বছর ধরে দেশে থাকা লোকজনকেও ‘দেশে প্রবেশের অনুমতি চাইছে’ হিসেবে ধরে বাধ্যতামূলক আটকের আওতায় আনে।

বিচারকদের সমালোচনা
অনেক বিচারক এই ব্যাখ্যাকে আইনের প্রচলিত ধারা ও বাস্তবতার পরিপন্থী বলে রায় দেন। একজন বিচারক মন্তব্য করেন—এটি এমন যেন কেউ সিনেমা হলে ঢুকে বসে আছে, অথচ তাকে বলা হচ্ছে সে এখনও “প্রবেশের অনুমতি চাইছে।”
ডজনের পর ডজন বিচারকই মনে করেন, সরকারের ব্যাখ্যাটি অযৌক্তিক।

জামিন কাঠামো ভেঙে পড়া
আগে যাদের বিরুদ্ধে দেশছাড়া করার মামলা চলত, তারা বিচার চলাকালীন মুক্ত থাকতে পারতেন এবং আটক হলে জামিন চাইতে পারতেন। বিচারকরা বিবেচনা করতেন তারা সমাজের জন্য ঝুঁকিপূর্ণ কি না বা পালানোর সম্ভাবনা আছে কি না।
কিন্তু নতুন নীতিতে Board of Immigration Appeals ঘোষণা করে যে অভিবাসন বিচারকদের আর কোনো ক্ষমতা নেই এই আটক ব্যক্তিদের জামিন দেওয়ার। ফলে ফেডারেল আদালতই হয়ে ওঠে তাদের শেষ আশ্রয়।

ফেডারেল আদালতে মামলার ঢল
POLITICO-র সমীক্ষায় দেখা গেছে—হাজারো মামলায় বিচারকরা সরকারবিরোধী রায় দিচ্ছেন।
সর্বশেষ হিসেবে, অন্তত ২২৫ জন ফেডারেল বিচারক ৫০০-এর বেশি আটক অভিবাসীকে মুক্তি বা জামিন শুনানির নির্দেশ দিয়েছেন—
ডেমোক্র্যাট প্রেসিডেন্টদের নিয়োগপ্রাপ্ত ১৬৬ জন এবং রিপাবলিকান প্রেসিডেন্টদের নিয়োগপ্রাপ্ত ৫৯ জন বিচারকসহ প্রায় সব রাজ্যেই নীতির বিপরীতে রায় এসেছে।


ট্রাম্প প্রশাসনের গণ-আটক নীতি যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থায় তীব্র চাপ সৃষ্টি করেছে। বিচারকদের ধারাবাহিক রায় প্রমাণ করে—নীতিটি আইনি ও বাস্তবিক উভয় দিক থেকেই অকার্যকর ও অযৌক্তিক।


#TrumpPolicy #USCourts #Immigration