পশুর নদীর তীরে ভোরের আলো ফুটতেই চোখে পড়ে একটি নিথর দেহ। মোংলার সিগনাল টাওয়ার এলাকার দক্ষিণ চরের বালুর ডাইক সংলগ্ন নদীতীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয়দের খবরেই উদ্ধার
পুলিশ জানায়, নদীর তীরে উপুড় হয়ে পড়ে থাকা মরদেহটি প্রথমে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়।
প্রাথমিক সুরতহাল
প্রাথমিক সুরতহালে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।
সারাক্ষণ রিপোর্ট 


















