নগরকান্দার এক শান্ত গ্রামে ভোরের নীরবতা ভেঙে নামে যৌথবাহিনীর অভিযান। ফরিদপুরের লস্করদিয়া ইউনিয়নের শাকপালদিয়া এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ আটক করা হয়েছে নারীসহ ১৮ জনকে।
বৃহস্পতিবার ভোরে চালানো এই অভিযানের বিষয়টি সকালেই নিশ্চিত করে সেনা কর্তৃপক্ষ। গোয়েন্দা তথ্য অনুযায়ী, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে এলাকায় সন্ত্রাস ও মাদক ব্যবসার প্রস্তুতি চলছিল।

অভিযানে কী উদ্ধার হয়েছে
যৌথ অভিযানে একটি সিঙ্গেল ব্যারেল পাইপগান, ১২ গেজ কার্তুজ, ঢাল, বর্শা, কাস্তে, রামদা ও ছুরির মতো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পাশাপাশি জব্দ করা হয় চার কেজি গাঁজা ও ১০২টি ইয়াবা।
সেনা ও পুলিশ সূত্র জানায়, উদ্ধারকৃত সামগ্রীগুলো অপরাধমূলক কার্যক্রমে ব্যবহারের প্রস্তুতি ছিল।

আইনি প্রক্রিয়া ও নিরাপত্তা বার্তা
আটকদের বয়স ১৫ থেকে ৬৬ বছরের মধ্যে। তাদের সবাইকে উদ্ধার করা অস্ত্র ও মাদকসহ নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সেনা কর্তৃপক্ষ জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ চলছে। সাধারণ মানুষকে তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানানো হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















