শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর দুইটি ইউনিটের অধীনে পাঁচটি উপইউনিটে মোট ৪০ হাজার ৩৯০ জন পরীক্ষার্থী মেধাতালিকায় স্থান পেয়েছেন।
ভর্তি কমিটির তথ্য
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক মোহাম্মদ সেলিম জানান, এবারের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী বিভিন্ন ইউনিট ও শাখায় মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন।
ইউনিট এ-১-এর ফলাফল
ইউনিট এ-১-এ মোট ৪২ হাজার ৬০০ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে মেধাতালিকায় স্থান পেয়েছেন ২৯ হাজার ৭৩৭ জন। এই ইউনিটে সর্বোচ্চ নম্বর ছিল ৯৬ দশমিক ৬ শতাংশ এবং সর্বনিম্ন নম্বর ছিল ৪০ শতাংশ।
ইউনিট এ-২-এর ফলাফল
ইউনিট এ-২-এ পরীক্ষায় অংশ নেন ৯২৪ জন। তাদের মধ্যে ১৭৮ জন পরীক্ষার্থী মেধাতালিকায় স্থান পেয়েছেন।

ইউনিট বি (বিজ্ঞান শাখা)
ইউনিট বি-এর বিজ্ঞান শাখায় ৮ হাজার ৫৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৯৩৮ জন মেধাতালিকায় উত্তীর্ণ হয়েছেন। এই শাখায় সর্বোচ্চ নম্বর ছিল ৭৯ দশমিক ৬ শতাংশ এবং সর্বনিম্ন ছিল ৪০ শতাংশ।
ইউনিট বি (মানবিক শাখা)
মানবিক শাখায় মোট ৭ হাজার ৯৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৬২৮ জন মেধাতালিকায় স্থান পেয়েছেন। এখানে সর্বোচ্চ নম্বর ছিল ৮২ শতাংশ এবং সর্বনিম্ন নম্বর ৪০ শতাংশ।
ইউনিট বি (বাণিজ্য শাখা)
বাণিজ্য শাখায় ১ হাজার ৭৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৯০৯ জন মেধাতালিকায় স্থান পেয়েছেন। এই শাখায় সর্বোচ্চ নম্বর ছিল ৭৮ দশমিক ৪ শতাংশ এবং সর্বনিম্ন ছিল ৪০ দশমিক ০২ শতাংশ।

মেধাতালিকায় শীর্ষস্থান অর্জনকারীরা
অধ্যাপক মোহাম্মদ সেলিম জানান, ইউনিট এ-১-এ প্রথম হয়েছেন নাকিব মুকাররম এবং ইউনিট এ-২-এ সর্বোচ্চ নম্বর অর্জন করেছেন প্লাবন দাস। ইউনিট বি-এর বিজ্ঞান শাখায় জারিন শুভা আলম, মানবিক শাখায় ফারহান সাঈদ কল্প এবং বাণিজ্য শাখায় পার্থিব রায় শীর্ষস্থান অর্জন করেছেন।
ভর্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপ
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি কার্যক্রমের সময়সূচি আগামী একাডেমিক কাউন্সিল সভায় চূড়ান্ত করা হবে। সভাটি আগামী ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















