আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামি তাদের নির্বাচনী ইশতেহার তৈরির জন্য সরাসরি জনগণের মতামত গ্রহণের উদ্যোগ নিয়েছে। দলটি জানিয়েছে, একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের নাগরিকরা ইশতেহারে কী থাকতে পারে, সে বিষয়ে প্রস্তাব দিতে পারবেন।
জামায়াত আমিরের ঘোষণা
মঙ্গলবার সকালে দলের আমির ড. শফিকুর রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই উদ্যোগের ঘোষণা দেন। তিনি লিখেছেন, আপনার একটি অর্থবহ পরামর্শও বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আগামী জাতীয় নির্বাচনের ইশতেহার জনগণের মতামত নিয়েই প্রণয়ন করা হবে।
জনতার ইশতেহার প্ল্যাটফর্ম
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই ‘জনতার ইশতেহার’ নামে একটি আলাদা অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হবে। এই প্ল্যাটফর্মে দেশের নাগরিকরা নিজ নিজ মতামত ও পরামর্শ পাঠাতে পারবেন, যা ইশতেহার তৈরির প্রক্রিয়ায় বিবেচনায় নেওয়া হবে।
#নির্বাচন #জামায়াত #ইশতেহার #রাজনীতি
সারাক্ষণ রিপোর্ট 


















