পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমকে অপসারণ ও শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ঘিরে বিক্ষোভে নেমেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ। অবরোধের কারণে পুরো এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায় এবং জনদুর্ভোগ দেখা দেয়।
শাহবাগে অবরোধ ও চলাচল বন্ধ
মঙ্গলবার ৯ ডিসেম্বর বিকেল ৩টার দিকে সংগঠনটির নেতাকর্মীরা সড়ক অবরোধ শুরু করেন। শাহবাগ থানা সূত্র জানায়, অবরোধের ফলে পুরো মোড় বন্ধ হয়ে যায় এবং গাড়ি চলাচল সম্পূর্ণ স্থবির হয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
ওসির বক্তব্য
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, শাহবাগ এলাকা এখন সম্পূর্ণভাবে ব্লকড। পিন্টু হত্যার বিচার ও আইজিপিকে অপসারণের দাবিতে শহীদ পিন্টু স্মৃতি সংসদের কর্মীরা রাস্তায় অবস্থান নিয়ে আন্দোলন করছেন। যান চলাচল বন্ধ রয়েছে এবং পরিস্থিতি শান্ত করতে কাজ চলছে।
পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনার অভিযোগ
অবরোধে যোগ দিয়ে পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা দাবি করেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, বহুবার তিনি হত্যার অভিযোগ তুললেও এবার স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন স্পষ্ট করেছে যে ঘটনাটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড।
তিনি আরও অভিযোগ করেন, আদালতের চিকিৎসার নির্দেশ উপেক্ষা করে পিন্টুকে রাজশাহী কারাগারে পাঠানো হয়। রিমান্ডে নির্যাতনের কারণে তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায়, অথচ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় থেরাপি দেওয়া হয়নি।
সংগঠনের সভাপতির দাবি
শহীদ পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ ডলার জানান, পিন্টু হত্যার বিচার ও সংশ্লিষ্টদের শাস্তি নিশ্চিত করতে তারা শাহবাগ অবরোধে বাধ্য হয়েছেন। তিনি বলেন, সরকারের উচিত দ্রুত আইজিপিকে পদ থেকে অপসারণ করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন প্রসঙ্গ
পিলখানা হত্যাকাণ্ডসহ ৫৭ সেনা কর্মকর্তার হত্যার তদন্তে স্বাধীন কমিশনের প্রতিবেদনে কিছু পুলিশ কর্মকর্তার সংশ্লিষ্টতার নাম প্রকাশের পর আইজিপির অপসারণের দাবি আরও জোরালো হয়েছে। সংগঠনটি বলছে, দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া এই ঘটনার বিচার সম্পূর্ণ হবে না।
শাহবাগ অবরোধ পিন্টু হত্যা আইজিপি অপসারণ বিক্ষোভ ঢাকা সংবাদ
সারাক্ষণ রিপোর্ট 


















