সংবিধান বাতিল করা জুলাই বিপ্লবের উদ্দেশ্য ছিল না বলে স্পষ্ট মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেছেন, ওই আন্দোলনের মূল লক্ষ্য ছিল সংবিধানের আলোকে বিচার বিভাগের ভূমিকা আরও স্বচ্ছ, বিশুদ্ধ ও জবাবদিহিমূলক করা।
শেষ কর্মদিবসে বক্তব্য
বৃহস্পতিবার অবসরের আগে আপিল বিভাগে নিজের শেষ কর্মদিবসে বিদায়ী বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় যতদিন বিচার বিভাগের মূল্যবোধ অটুট থাকবে, ততদিন সুপ্রিম কোর্ট ন্যায়বিচার ও স্বাধীনতার শেষ ভরসা হয়ে থাকবে।
সংবিধানের মূল কাঠামো মানার আহ্বান

প্রধান বিচারপতি তার বক্তব্যে বলেন, বিচার বিভাগকে অবশ্যই বর্তমান সংবিধানের মূল কাঠামো নীতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এই কাঠামোর মধ্যে রয়েছে ক্ষমতার পৃথকীকরণ, বিচারিক স্বাধীনতা, গণতান্ত্রিক শাসনব্যবস্থা, মৌলিক অধিকার এবং জনগণের সার্বভৌমত্বের মতো মৌলিক আদর্শ।
বিচার বিভাগের শক্তির উৎস
তিনি আরও বলেন, বিচার বিভাগের প্রকৃত শক্তি কোনো একক প্রতিষ্ঠান বা দপ্তরের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং সততা, দূরদর্শিতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার সম্মিলিত অঙ্গীকারের মধ্যেই এই শক্তির মূল ভিত্তি নিহিত।

বিদায়ী সংবর্ধনা
প্রধান বিচারপতির শেষ কর্মদিবসে আপিল বিভাগের এজলাসেই তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিভিন্ন ট্রাইব্যুনালের বিচারপতি, আইনজীবী এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাক্ষণ রিপোর্ট 


















