ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে হবে এমনভাবে, যাতে নগরবাসীর স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রম কোনোভাবেই ব্যাহত না হয়। নিরাপত্তা ব্যবস্থার কারণে মানুষের চলাচল বা স্বাভাবিক জীবনযাপন থমকে যাওয়া উচিত নয়।
খ্রিস্টমাস ও থার্টি ফার্স্ট নাইট সামনে রেখে নির্দেশনা
বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন খ্রিস্টমাস, যা খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, এবং ইংরেজি নববর্ষের আগের রাতকে সামনে রেখে এই সভার আয়োজন করা হয়।
নিরাপত্তা ব্যবস্থায় স্বাভাবিক চলাচলের গুরুত্ব

ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে গ্রহণ করতে হবে, যাতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে অপ্রয়োজনীয় ভোগান্তি না হয়। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি নাগরিক স্বাচ্ছন্দ্য বজায় রাখার বিষয়েও পুলিশকে সজাগ থাকতে হবে।
রাজধানীর ৭৩টি গির্জায় ধর্মীয় অনুষ্ঠান
তিনি জানান, রাজধানীর ৭৩টি গির্জায় খ্রিস্টমাস উপলক্ষে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠান যেন শান্তিপূর্ণ, গম্ভীর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
গুজব ও অপতথ্য রোধে নজরদারি জোরদার
গুজব ও ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে সাইবার পেট্রোলিং আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার।

থার্টি ফার্স্ট নাইটে সতর্ক থাকার আহ্বান
আসন্ন ৩১ ডিসেম্বর রাতকে ঘিরে সব সংশ্লিষ্ট পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে পুলিশ সদস্যদের বিশেষভাবে সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়।
মোটর রেসিংয়ে নিষেধাজ্ঞা ও গাড়ি জব্দের হুঁশিয়ারি
নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে কমিশনার বলেন, ৩১ ডিসেম্বর রাতে কেউ যেন মোটর রেসিংয়ে না জড়ায়। ওই রাতে রেসিংয়ে জড়িত কোনো যানবাহন পাওয়া গেলে তা জব্দ করা হবে।
অনুমতি ছাড়া কোনো অনুষ্ঠান নয়
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সারওয়ার জানান, ৩১ ডিসেম্বর উপলক্ষে কোনো অনুষ্ঠান আয়োজন করতে হলে আগাম অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া কোনো আয়োজন করা যাবে না।

আতশবাজি ও ফানুস নিষিদ্ধ
অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, আতশবাজি ও আকাশে ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
সভায় উপস্থিত ছিলেন
সভায় খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, ডিএমপির যুগ্ম কমিশনাররা, উপকমিশনাররা এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাক্ষণ রিপোর্ট 


















