দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪০ জন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টার হিসাব
স্বাস্থ্য অধিদফতর জানায়, বুধবার ১৭ ডিসেম্বর সকাল ৮টা থেকে বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৪০ জন হাসপাতালে ভর্তি হন।

মৃত্যু ও মোট আক্রান্তের চিত্র
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মারা যাওয়া ব্যক্তি ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। তাকে নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৪১০ জনে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ১ হাজার ২৯৩ জন।
বিভাগভিত্তিক ভর্তি রোগীর সংখ্যা
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৩৬ জন, চট্টগ্রাম বিভাগে সিটি করপোরেশনের বাইরে ২০ জন এবং ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৫৭ জন ভর্তি হয়েছেন।

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৭ জন, রংপুর বিভাগে ১ জন এবং সিলেট বিভাগে ১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
সুস্থ হয়ে বাড়ি ফেরা
এই ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ৩২০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মোট ৯৯ হাজার ৭৭২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

সারাক্ষণ রিপোর্ট 


















