বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার এর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
প্রথম আলো কার্যালয়ে আগুন নেভাতে ২টি ইউনিট ঘটনাস্থলে গেছে বলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে বিবিসি বাংলাকে জানানো হয়েছে।
“অনেকগুলো ফোন এসেছে। তারপর ২টি ইউনিট আগুন নেভাতে রওনা হয়ে যায়,” বলছিলেন কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত সদস্য।
এদিকে ডেইলি স্টার কার্যালয়ে আগুন দেওয়ার কথা বিবিসি বাংলাকে জানিয়েছেন ইংরেজি দৈনিকটির একজন সংবাদকর্মী।
দুইটি পত্রিকার কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর গণমাধ্যমকর্মীরা ভেতরে আটকা পড়েছেন।
বর্তমানে ঘটনাস্থলে সেনাসদস্যরা উপস্থিত রয়েছেন। তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়।
বিবিসি নিউজ বাংলা
Sarakhon Report 



















