বরিশাল শহরের একটি আবাসিক হোটেল থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ফোলপট্টি এলাকার হোটেল পার্কের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত ব্যক্তির পরিচয়
পুলিশ জানায়, মৃত ব্যক্তির নাম আবদুল হাকিম হাওলাদার। বয়স আনুমানিক ৬০ বছর। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ কাজলকাঠি দরিয়াল ইউনিয়নের বাসিন্দা। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে তিনি ওই হোটেলে নৈশপ্রহরী হিসেবে কাজ করে আসছিলেন।
অসুস্থতা ও শেষ সময়
হোটেল সূত্রে জানা যায়, আবদুল হাকিম কয়েক দিন ধরে ঠান্ডাজনিত অসুস্থতায় ভুগছিলেন। বুধবার রাতে তিনি নিয়মিত খাবার খাওয়ার পর স্টাফদের থাকার কক্ষে চলে যান। এরপর আর বাইরে বের হননি।

পুলিশে খবর ও মরদেহ উদ্ধার
হোটেল মালিক মাহমুদুল হাসান শাওন জানান, রাতের খাবারের পর তিনি নিজের কক্ষে ঢোকার পর আর বের না হওয়ায় সন্দেহ হলে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে কক্ষটি খুলে ভেতর থেকে তার নিথর দেহ উদ্ধার করে।
ময়নাতদন্তের প্রস্তুতি
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক সেলিম জানান, প্রাথমিক তদন্ত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সারাক্ষণ রিপোর্ট 



















