রোমের বিখ্যাত ত্রেভি ফোয়ারার একেবারে কাছে গিয়ে ছবি তোলা বা সিঁড়িতে দাঁড়ানোর জন্য এবার গুনতে হবে টাকা। পর্যটকদের চাপ নিয়ন্ত্রণ এবং ঐতিহাসিক স্থাপনা রক্ষণাবেক্ষণের অর্থ জোগাড় করতে এই সিদ্ধান্ত নিয়েছে রোম সিটি কর্তৃপক্ষ।
দুই ইউরো দিয়ে ফোয়ারার সিঁড়িতে প্রবেশ
রোমের মেয়র রোবার্তো গুয়ালতিয়েরি জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির শুরু থেকে ত্রেভি ফোয়ারার পানির ঘিরে থাকা পাথরের সিঁড়িতে উঠতে চাইলে জনপ্রতি দুই ইউরো দিতে হবে। তবে ফোয়ারার সামনের ছোট খোলা চত্বর আগের মতোই সবার জন্য উন্মুক্ত থাকবে। রোম শহরের বাসিন্দাদের জন্য এই ফি প্রযোজ্য হবে না।
পর্যটক ভিড় কমানোই মূল লক্ষ্য
মেয়রের মতে, দুই ইউরোর এই ফি খুব বেশি নয়, কিন্তু এতে করে অতিরিক্ত ভিড় কমবে এবং পর্যটক চলাচল আরও শৃঙ্খলিত হবে। শহর কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এই ব্যবস্থায় বছরে প্রায় পঁয়ষট্টি লক্ষ ইউরো আয় হতে পারে।
ঐতিহ্য আর আকর্ষণের কেন্দ্র ত্রেভি
আঠারো শতকে নির্মিত বারোক শিল্পধারার এই ফোয়ারা রোমের অন্যতম প্রতীক। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ফোয়ারায় কয়েন ছুড়ে দিলে আবার রোমে ফেরার সুযোগ আসে। এ বছরই প্রায় নব্বই লক্ষ মানুষ এই ফোয়ারা দেখতে এসেছেন বলে জানিয়েছেন মেয়র। কর্তৃপক্ষ ধারণা করছে, ভবিষ্যতে অনেকেই দূর থেকেই ফোয়ারা দেখায় সন্তুষ্ট থাকবেন।

পর্যটকদের প্রতিক্রিয়া
পর্যটকদের একাংশ বলছেন, রক্ষণাবেক্ষণের কাজে অর্থ ব্যয় হলে এই ফি দিতে তাদের আপত্তি নেই। তাদের মতে, ঐতিহ্য টিকিয়ে রাখতে এমন উদ্যোগ গ্রহণযোগ্য।
রোমে প্রবেশমূল্যের বিস্তার
ত্রেভি ফোয়ারার পাশাপাশি রোমের আরও পাঁচটি তুলনামূলক কম পরিচিত স্থানে শিগগিরই প্রবেশমূল্য চালু হচ্ছে, যেখানে জনপ্রতি পাঁচ ইউরো দিতে হবে। এর আগে প্যানথিয়নে প্রবেশের জন্যও ফি নির্ধারণ করা হয়। ইতালির অন্যান্য শহরেও পর্যটক ফি চালুর প্রবণতা বাড়ছে।
#রোম #ত্রেভি_ফোয়ারা #পর্যটন #ইতালি #ইউরোপ_ভ্রমণ #ঐতিহ্য_রক্ষণাবেক্ষণ #ভ্রমণ_সংবাদ
সারাক্ষণ রিপোর্ট 



















