নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে একটি ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যানবাহন নদীতে পড়ে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি শনিবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার বক্তাবলী এলাকায় ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ফেরিটি বক্তাবলীর পূর্ব পাশের ঘাট থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই এই মর্মান্তিক ঘটনা ঘটে। হঠাৎ একটি ট্রাক সামনে দিকে গড়িয়ে পড়ে এবং তার সঙ্গে থাকা আরও চারটি যানবাহন একে একে নদীতে তলিয়ে যায়।
নিহতদের উদ্ধার ও পরিস্থিতি
ঘটনার পর নদী পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। রোববার ভোর প্রায় একটার দিকে ডুবুরি দল নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। এর আগে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান।
দুর্ঘটনার কারণ কী
স্থানীয় নদী পুলিশের তথ্য অনুযায়ী, ফেরিতে ওঠানোর সময় ট্রাকটি গিয়ারে রাখা ছিল। ফেরি ছাড়ার পর হঠাৎ ট্রাকটি চলতে শুরু করলে চালক নিয়ন্ত্রণ হারান। এর ফলে ট্রাকটির সামনে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানসহ মোট পাঁচটি যানবাহন নদীতে পড়ে যায়।
চালকের অবস্থান
অতিরিক্ত পুলিশ সুপার জানান, ট্রাকচালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও পুলিশের উপস্থিতির আগেই পালিয়ে যান। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তাঁকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এই দুর্ঘটনায় ফেরি চলাচল ও যানবাহন ওঠানামার সময় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সারাক্ষণ রিপোর্ট 


















