শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আহমেদ কবির চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতি এবং শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে আসা অনুরোধ বিবেচনায় নিয়ে আবেদন জমা দেওয়ার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভর্তি পরীক্ষার সময়সূচি
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সারাক্ষণ রিপোর্ট 


















