বগুড়ার মহাস্থান হাটে শীতের সবজির ভর
বগুড়া জেলার সর্ববৃহৎ কাঁচা শাকসবজির পাইকারি বাজার মহাস্থান হাট শীতকালীন সবজিতে ঠাসা হয়ে উঠেছে। হাটজুড়ে সবুজ শাকসবজির আধিক্য। শনিবার সকালে বিভিন্ন এলাকা থেকে কৃষকরা ভালো দামের আশায় তাদের উৎপাদিত সবজি নিয়ে হাটে আসেন। ক্রেতা-বিক্রেতার উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তবে সরবরাহ বেশি ও ক্রেতা সংকটের কারণে প্রত্যাশিত দাম না পেয়ে শীতকালীন সবজির ভরা মৌসুমেই লোকসানে পড়ছেন কৃষকরা।
দাম পড়ে যাওয়ায় বাড়ছে ক্ষতি
হাটে চাহিদার তুলনায় আমদানি বেশি, সংরক্ষণের সুবিধা না থাকা এবং বাইরে থেকে বেপারি কম আসায় কৃষকরা বাধ্য হয়ে টাটকা সবজি কম দামে বিক্রি করছেন। এতে উৎপাদন, পরিবহন ও শ্রমিক খরচই উঠছে না বলে জানান তারা।
ফুলকপি থেকে মূলা, প্রায় সবজিতেই দরপতন
হাট ঘুরে দেখা গেছে, ফুলকপি বিক্রি হচ্ছে মণপ্রতি ৮০ থেকে ১২০ টাকায়, যা দুই সপ্তাহ আগেও ছিল ১০০০ থেকে ১২০০ টাকা। এতে কেজি দরে ফুলকপির দাম দাঁড়াচ্ছে মাত্র দুই টাকা। মূলা বিক্রি হচ্ছে মণপ্রতি ৪০০ থেকে ৬০০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ৮০০ থেকে ১০০০ টাকা।
পাতাকপি প্রতিটি ৭ থেকে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। সিম কেজি ১৬ টাকা, করলা ৪০ টাকা, পেঁয়াজ ৬০ টাকা, পাতা পেঁয়াজ ৩০ টাকা এবং মিষ্টি লাউ ১৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আলু ও টমেটোর দামেও বড় পতন
নতুন আলুর আমদানি বাড়ায় দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। জাতভেদে নতুন আলু মণপ্রতি ৫০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে এক সপ্তাহ আগে দাম ছিল ১৬০০ থেকে ২০০০ টাকা। পাকা টমেটো কেজি ৭০ টাকা, কাঁচা টমেটো ২০ টাকা এবং কাঁচা মরিচ ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ধনিয়া পাতার আঁটি আগের তুলনায় ২০ টাকা কমে এখন ১০ টাকায় নেমেছে। পেঁয়াজের ফুলকাও কেজি ৫০ টাকা কমে ১০ টাকায় বিক্রি হচ্ছে।
বেগুনে সামান্য স্বস্তি
সবজির বাজারে একমাত্র স্বস্তির খবর এসেছে রঙিলা জাতের বেগুনে। গত সপ্তাহের তুলনায় মণপ্রতি প্রায় ২০০ টাকা বেড়ে বেগুন বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৯০০ টাকা দরে।
কৃষকদের হতাশা ও অভিযোগ
বগুড়া সদরের লাহিড়িপাড়ার সিরাজুল ইসলাম, চন্ডিহারার লুৎফর রহমান ও তেলিহারার মিজানুর রহমান জানান, দুই সপ্তাহ আগে তারা ফুলকপি মণপ্রতি ১২০০ টাকায় বিক্রি করেছেন। গত সপ্তাহে দাম নেমে আসে ২৫০ থেকে ৩০০ টাকায়। আর শুক্রবার ও শনিবার তারা সেই ফুলকপি বিক্রি করেছেন মাত্র ৮০ থেকে ৯০ টাকায়। এ দামে বিক্রি করলে উৎপাদন, পরিবহন ও মজুরি খরচ কোনোটাই উঠবে না বলে দাবি তাদের।
আড়তদারদের বক্তব্য
মহাস্থান হাটের বিশাল ভান্ডারের মালিক তাহেরুল ইসলাম জানান, হাটে ছোট-বড় মিলিয়ে অন্তত ৪০টি আড়ত রয়েছে। প্রতিদিন ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন মোকামে প্রায় ৪০ ট্রাক সবজি পাঠানো হচ্ছে। তবে বাজারে সরবরাহ বেশি এবং বাইরে থেকে বেপারি না আসায় প্রতিদিনই সবজির দাম কমছে। কৃষকদের কথা ভেবে ঝুঁকি নিয়ে তারা সবজি কিনছেন, এতে কৃষক ও ব্যবসায়ী উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
হিমাগারে পড়ে আছে হাজার হাজার বস্তা আলু
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১৭টি হিমাগারে এখনও বিপুল পরিমাণ আলু মজুত রয়েছে। গত ১৫ নভেম্বর আলু উত্তোলনের শেষ সময় নির্ধারিত থাকলেও দাম না পাওয়ায় অনেক কৃষক আলু তুলেননি। বগিলাগাড়ী নিউ কাফেলা কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক মিলটন জানান, কৃষকদের সুবিধার জন্য সময় বাড়িয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। মাইকিং করেও আলু উত্তোলনে সাড়া মেলেনি। তার হিমাগারেই পড়ে আছে প্রায় ৯ হাজার বস্তা আলু। উৎপাদন বেশি, চাহিদা কম ও বাজার দর কম থাকায় একই অবস্থা অন্য হিমাগারগুলোরও।
সারাক্ষণ রিপোর্ট 


















