ঝিনাইদহ–১ (শৈলকুপা) আসন থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এ জন্য তিনি তাঁর বর্তমান পদ থেকে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে তিনি নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান।
শনিবার শৈলকুপা উপজেলা বিএনপির আয়োজনে এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। ওই দোয়া মাহফিলটি আয়োজন করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়।
নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা
মো. আসাদুজ্জামান বলেন, তিনি সবার সঙ্গে মনোনয়নপত্র জমা দেবেন। এলাকার উন্নয়ন এবং শৈলকুপাকে সন্ত্রাসমুক্ত করতে তিনি সংসদ সদস্য হতে চান। তাঁর ভাষায়, দলীয় শীর্ষ নেতৃত্বের কাছ থেকেই তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নির্দেশনা পেয়েছেন। আগামী ২৮ ডিসেম্বর থেকে মাঠে নেমে সার্বক্ষণিকভাবে প্রচারণায় থাকার কথাও জানান তিনি।
রাজনৈতিক বক্তব্য ও সমালোচনা
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের নারী কর্মীরা নাকি ভোটের আশায় ঘরে ঘরে গিয়ে ‘স্বর্গের টিকিট’ বিক্রির কথা বলছেন। তিনি এ ধরনের বক্তব্যকে ধর্মীয় অবমাননা হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, আল্লাহ এক ও অদ্বিতীয় এবং কে স্বর্গে বা নরকে যাবে, তা কেয়ামতের দিনই নির্ধারিত হবে। তিনি নেতা-কর্মীদের এ বিষয়ে জনগণকে সচেতন করার আহ্বান জানান।
দোয়া মাহফিলে উপস্থিত নেতারা
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবার ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কি, সহসাধারণ সম্পাদক বাবলু মোল্লাসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সারাক্ষণ রিপোর্ট 


















