থাইল্যান্ড ও কাম্বোডিয়ার সীমান্তে বাড়তে থাকা সংঘাত থামাতে শান্তিই একমাত্র পথ—এমন বার্তা দিয়েছে মালয়েশিয়া। কুয়ালালামপুরে অনুষ্ঠেয় বিশেষ আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক এই উত্তেজনা প্রশমনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ হাসান।
আঞ্চলিক শান্তিই আসিয়ানের মূল শক্তি
রোববার নেগেরি সেম্বিলান সেনাওয়াং এলাকায় এক সামাজিক অনুষ্ঠানের ফাঁকে কথা বলতে গিয়ে মোহাম্মদ হাসান বলেন, আসিয়ান সনদের মূলনীতি হলো এই অঞ্চলকে শান্তি, স্বাধীনতা ও নিরপেক্ষতার অঞ্চলে রূপ দেওয়া। তিনি বলেন, আসিয়ানের সঙ্গে সংলাপের অংশীদার হতে হলে শান্তিচুক্তি স্বাক্ষর করা বাধ্যতামূলক। ফলে আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলোর উচিত নিজেদের দেওয়া অঙ্গীকার নিজেরাই মেনে চলা।
তার ভাষায়, দ্বৈত মানদণ্ডের অভিযোগ উঠলে আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকাই প্রশ্নের মুখে পড়বে। বিশ্ব আসিয়ানকে শান্তিপূর্ণ ও দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক অঞ্চল হিসেবে দেখে। সদস্য রাষ্ট্রগুলো যদি সনদ লঙ্ঘন করে, তাহলে সেই সুনাম ও শক্তি দুইই ক্ষতিগ্রস্ত হবে।
কুয়ালালামপুর বৈঠকে নজর
আগামীকাল কুয়ালালামপুরে অনুষ্ঠেয় বিশেষ আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক নিয়ে আশাবাদ ব্যক্ত করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, এই বৈঠকের লক্ষ্য থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা ও সংঘর্ষ প্রশমিত করা। এর আগে ১৭ ডিসেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম ও একই লক্ষ্য সামনে রেখে বৈঠকের কথা জানান।

মোহাম্মদ হাসান স্পষ্ট করে বলেন, মালয়েশিয়া কোনোভাবেই দুই দেশের অভ্যন্তরীণ বা সীমান্ত সমস্যায় হস্তক্ষেপ করতে চায় না। তবে আসিয়ানের সদস্য হিসেবে তারা চায় সাম্প্রতিক সংঘর্ষের অবসান হোক এবং উভয় দেশ আবার আলোচনার টেবিলে ফিরে আসুক। তিনি স্মরণ করিয়ে দেন, গত অক্টোবরে স্বাক্ষরিত কুয়ালালামপুর শান্তি চুক্তিতে এই ধরনের বিরোধ নিষ্পত্তির শর্তাবলী নির্ধারিত রয়েছে।
আসিয়ানের স্বার্থেই সমাধানের আহ্বান
মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মতে, থাইল্যান্ড ও কাম্বোডিয়ার বিরোধ কেবল দ্বিপক্ষীয় বিষয় নয়, এটি পুরো আসিয়ানের স্থিতিশীলতা ও ঐক্যের সঙ্গে জড়িত। তাই আসিয়ানের বৃহত্তর স্বার্থেই দ্রুত শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো জরুরি।
তিনি জানান, এই বৈঠকে ভিয়েতনাম ছাড়া সব আসিয়ান দেশের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন। ভিয়েতনাম অন্য ব্যস্ততার কারণে পররাষ্ট্রমন্ত্রী কে পাঠাবে।
ইন্দোনেশিয়ায় দুর্যোগ পরিস্থিতি
অন্য প্রসঙ্গে মোহাম্মদ হাসান বলেন, ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা, উত্তর সুমাত্রা ও আচেহ অঞ্চলে বন্যা ও ভূমিধস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মেদানে অবস্থিত মালয়েশিয়ার কনস্যুলেট। সর্বশেষ তথ্যে জানা গেছে, সেখানে একজন মালয়েশীয় নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন এবং ছয়জন নিরাপদে মালয়েশিয়ায় ফিরে এসেছেন। নিখোঁজ আসরুল নিজাম আপ্রিদওসনের সন্ধানে অনুসন্ধান তেইশ দিনে গড়ালেও এখনো কোনো অগ্রগতি নেই বলে জানান তিনি।
সারাক্ষণ রিপোর্ট 


















