জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য মঙ্গলবার ২৩ ডিসেম্বর সিলেটের একাধিক এলাকায় টানা নয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর আওতাধীন ১১ কেভি ফিডারগুলোর বিতরণ লাইন ও ট্রান্সফরমারে কাজ চলাকালে এই বিদ্যুৎ বিভ্রাট কার্যকর হবে।
বিদ্যুৎ বন্ধ থাকার সময়
বিইবি জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্থগিত থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
সেনপাড়া ফিডারের আওতায় সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ ও আশপাশের এলাকা বিদ্যুৎবিহীন থাকবে।
শিবগঞ্জ ফিডারের আওতায় শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, বরহানবাগ, হাতিমবাগ, লামাপাড়া, রাজপাড়া ও নিকটবর্তী এলাকায় বিদ্যুৎ থাকবে না।
রায়নগর ফিডারের আওতায় সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, খাড়পাড়া ও আশপাশের এলাকায় সরবরাহ বন্ধ থাকবে।
কুমারপাড়া ফিডারের আওতায় যাত্রাপুর, মিরাবাজার, উদ্দীপন, আগপাড়া, মৌসুমি আগপাড়া, ঝেরঝেরিপাড়া ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।
উপশহর ফিডারের আওতায় উপশহরের এ, বি, সি ও ডি ব্লক, এবিসি পয়েন্ট, টেরোটন, সাইয়্যাদানি বাগ, সদরপাড়া ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নিরাপত্তা ও সতর্কতা
রক্ষণাবেক্ষণ চলাকালে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট বিদ্যুৎ লাইনে সবসময় বিদ্যুৎ রয়েছে ধরে নিয়ে চলাচল ও কাজ করার জন্য গ্রাহকদের সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।
আগে কাজ শেষ হলে
নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে বিইবি।
দুঃখ প্রকাশ
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন এবং উন্নত সেবা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেছেন।
সারাক্ষণ রিপোর্ট 


















