নির্বাচনী তফসিলের পর হত্যাকাণ্ডে উদ্বেগ
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দেশের তিন শ’ আসনের প্রার্থীরাই জীবননিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর মগবাজার আল-ফালাহ মিলনায়তনে শহীদ ওসমান হাদির জন্য আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
প্যাকেজ কর্মসূচির অভিযোগ
গোলাম পরওয়ার বলেন, তফসিল ঘোষণার পরপরই একজন প্রার্থীর ওপর গুলির ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত কর্মসূচির অংশ বলেই প্রতীয়মান হচ্ছে। তার মতে, ওসমান হাদির পর কারা টার্গেটে আছেন, তা নিয়েও জাতি গভীর উদ্বেগে রয়েছে। নির্বাচনী প্রক্রিয়ার এমন মুহূর্তে প্রার্থীর ওপর হামলা গুরুতর প্রশ্ন তুলছে।
নিরাপত্তার দায় কার
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন প্রধান নির্বাচন কমিশনারের অধীনে। ফলে এই ঘটনার দায় প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার উভয়েরই রয়েছে এবং এ দায় এড়ানোর সুযোগ নেই। তিনি সতর্ক করে বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিংবা নতুন রূপে পুরনো ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা জনগণ মেনে নেবে না।
খুনিদের গ্রেপ্তার ও তদন্ত প্রসঙ্গ
ওসমান হাদির জানাজায় সরকারের পক্ষ থেকে খুনিদের গ্রেপ্তার ও বিচারের বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য না আসায় ক্ষোভ প্রকাশ করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, হত্যাকাণ্ডের পর গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা কী ছিল, তা সরকারপ্রধানের খতিয়ে দেখা উচিত। তার মতে, খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করা অসম্ভব নয়। প্রয়োজনে বিদেশি মিশন, কূটনৈতিক চ্যানেল এবং প্রতিবেশী দেশের সঙ্গে বিদ্যমান চুক্তিসহ সব উপায় কাজে লাগাতে হবে। জাতিসংঘ এই হত্যাকাণ্ডের তদন্তে আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন হলে তাদের সহায়তাও গ্রহণ করা যেতে পারে।

শহীদ হাদির প্রতি শ্রদ্ধা
গোলাম পরওয়ার বলেন, শহীদ ওসমান হাদির পরিচ্ছন্ন ও সৎ জীবন মানুষকে মুগ্ধ করেছে। তার শাহাদাতের পর যে আবেগ, জাগরণ ও প্রত্যাশা সৃষ্টি হয়েছে, তা বিরল। জানাজায় সরকারপ্রধান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতা ও সর্বস্তরের মানুষের বিপুল উপস্থিতি দেশের ইতিহাসে নজিরবিহীন। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সর্বোচ্চ মর্যাদা দান করবেন।
ভাইয়ের আহ্বান
শহীদ ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি বলেন, তার ভাই সবসময় আল্লাহর ওপর ভরসা রাখতেন এবং নিরাপত্তার দায়িত্ব আল্লাহর হাতে ন্যস্ত করতেন। তিনি বলেন, দেশকে আধিপত্যবাদ ও শোষণ থেকে মুক্ত করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যেই তারা রাজপথে নেমেছিলেন। ওমর বিন হাদি আরও বলেন, ভাইয়ের দেখা স্বপ্ন পূরণ করা এখন সবার দায়িত্ব। তার অসমাপ্ত বিপ্লব সম্পন্ন করতে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি এবং পরিবারের জন্য দোয়া কামনা করেন।
দোয়া মাহফিলের অন্যান্য বক্তব্য
দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। এতে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, উত্তরের আমীর মো. সেলিম উদ্দিন, ডাকসুর সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং শহীদ শরীফ ওসমান বিন হাদির বড় ভাই ওমর বিন হাদি।
সারাক্ষণ রিপোর্ট 


















