ভেনিজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের তেলসংক্রান্ত চাপ ও আংশিক নৌ অবরোধ কিউবার জন্য ভয়াবহ সংকেত হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে সস্তা ভেনিজুয়েলান তেলের ওপর নির্ভর করে টিকে থাকা কিউবার অর্থনীতি এখন কার্যত ধসে পড়ার মুখে। দেশটিতে খাবারের সংকট, বিদ্যুৎ বিভ্রাট, রোগের বিস্তার এবং ব্যাপক জনপলায়ন ইতিমধ্যেই চরমে পৌঁছেছে। বিশ্লেষকেরা বলছেন, তেল সরবরাহ আরও কমে গেলে কিউবার পরিস্থিতি সামাল দেওয়ার আর কোনো বাস্তব পথ থাকবে না।
ভেনিজুয়েলার তেলেই কিউবার শ্বাস
উনিশশো নিরানব্বই সাল থেকে কিউবা ও ভেনিজুয়েলার সম্পর্ক ঘনিষ্ঠ। সে সময় ভেনিজুয়েলার নেতৃত্ব কিউবাকে প্রতিদিন বিপুল পরিমাণ তেল সরবরাহ শুরু করে। বিনিময়ে কিউবা পাঠায় চিকিৎসক, ক্রীড়া প্রশিক্ষক ও নিরাপত্তা বিশেষজ্ঞ। একসময় দৈনিক এক লাখ ব্যারেল তেল কিউবায় যেত। বর্তমানে সেই পরিমাণ নেমে এসেছে প্রায় এক-তৃতীয়াংশে। তবু এই তেলই কিউবার বিদ্যুৎকেন্দ্র ও পরিবহন ব্যবস্থার বড় ভরসা।
মার্কিন চাপ ও নৌ অভিযান
যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনিজুয়েলার বিরুদ্ধে তেলবাহী জাহাজ লক্ষ্য করে অভিযান জোরদার করেছে। নিষেধাজ্ঞাভুক্ত ট্যাংকার জব্দ, সমুদ্রে জাহাজে তল্লাশি এবং ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে। এর ফলে ভেনিজুয়েলার তেল রপ্তানি মারাত্মক ঝুঁকিতে পড়েছে। এই রপ্তানি বন্ধ বা বড়ভাবে কমে গেলে তার প্রথম ও সবচেয়ে বড় ধাক্কা আসবে কিউবার ওপর।
কিউবার ভেতরের চিত্র
কিউবায় এখন চরম দারিদ্র্য নিত্যদিনের বাস্তবতা। সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে, অধিকাংশ মানুষ দিনে অন্তত এক বেলা খাবার পাচ্ছেন না। বিদ্যুতের অভাবে মানুষ রাত কাটাচ্ছে খোলা আকাশের নিচে। পানি সংকটে স্বাভাবিক জীবন ব্যাহত। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ ছড়িয়ে পড়ছে। বহু শিশু স্কুলে যেতে পারছে না। গত কয়েক বছরে দেশের প্রায় এক-চতুর্থাংশ মানুষ দেশ ছেড়ে চলে গেছে, যাদের বড় অংশ তরুণ।
ভেঙে পড়া অর্থনীতি
অর্থনৈতিক হিসাবে কিউবার অবস্থা আরও শোচনীয়। কয়েক বছরে দেশটির অর্থনীতি বড় আকারে সংকুচিত হয়েছে। মুদ্রাস্ফীতি কয়েকশ শতাংশ ছাড়িয়েছে। কালোবাজারে মুদ্রার দর ভয়াবহভাবে পড়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, ভেনেজুয়েলার তেল সরবরাহ আরও কমলে কিউবার অর্থনীতি পুরোপুরি অচল হয়ে পড়বে।
রাজনৈতিক হিসাব ও আশঙ্কা
কিউবার সরকার ভেনিজুয়েলার বর্তমান নেতৃত্বকে টিকিয়ে রাখতে আগ্রহী, কারণ সেই নেতৃত্বই তেল সরবরাহের প্রধান ভরসা। কিন্তু যুক্তরাষ্ট্রের চাপের মুখে সেই সমীকরণ নড়বড়ে হয়ে উঠছে। কিউবার ভেতরে সরকারি মহলেও স্বীকার করা হচ্ছে, অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া দেশের সার্বভৌমত্ব রক্ষা সম্ভব নয়।
#কিউবা #ভেনিজুয়েলা #তেলসংকট #মার্কিনঅবরোধ #লাতিনআমেরিকা #অর্থনৈতিকসংকট #মানবিকবিপর্যয়
সারাক্ষণ রিপোর্ট 


















