বড়দিনের ছুটি ও সাপ্তাহিক অবকাশের কারণে বৃহস্পতিবার ও শুক্রবার দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে সব ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
বন্দর ও কাস্টমস কার্যক্রম
বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুই দিনে বন্দরের মাধ্যমে কোনো পণ্য আমদানি বা রপ্তানি হবে না। একই সঙ্গে কাস্টমসের সব কার্যক্রমও বন্ধ থাকবে। ফলে ব্যবসায়িক লেনদেন পুরোপুরি স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।
পণ্যবাহী ট্রাক ও পরবর্তী কার্যক্রম
বন্দর পরিচালক জানান, যেসব ভারতীয় পণ্যবাহী ট্রাক ইতিমধ্যে ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে, সেগুলো প্রয়োজনে ফিরে যেতে পারবে। ছুটি শেষে শনিবার থেকে বেনাপোল বন্দরে স্বাভাবিক বাণিজ্য কার্যক্রম আবার শুরু হবে।
যাত্রী চলাচল স্বাভাবিক
এদিকে বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, যাত্রী চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।
সারাক্ষণ রিপোর্ট 



















