নতুন বছর শুরু হতেই আবু ধাবি ও দুবাইয়ের জলপথে বিদেশি ইয়ট চলাচলে আসছে বড় পরিবর্তন। প্রশাসনিক জটিলতা কমিয়ে দুই আমিরাতের মধ্যে ইয়ট ভ্রমণ আরও সহজ করতে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে কার্যকর হচ্ছে সমন্বিত নতুন নিয়ম। এর ফলে আবু ধাবি ও দুবাইয়ের মধ্যে চলাচলকারী বিদেশি ইয়টগুলোর জন্য আর আলাদা করে স্থানীয় প্রবেশ ও প্রস্থান প্রক্রিয়া মানতে হবে না।
এক অনুমতিতে দুই আমিরাতে চলাচল
নতুন ব্যবস্থার আওতায় আবু ধাবি বা দুবাইয়ের যেকোনো এক আমিরাত থেকে ইস্যু করা নৌযান চলাচলের অনুমতিই দুই জায়গায় কার্যকর হবে। ফলে ইয়ট চালকদের আর বারবার কাগজপত্র জমা দেওয়া বা আলাদা অনুমতির জন্য অপেক্ষা করতে হবে না। এতে সময় ও খরচ দুইই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রশাসনিক সমন্বয়ে নতুন কাঠামো
এই সমন্বিত কাঠামো চালুর আগে আবু ধাবি মেরিটাইম ও দুবাই মেরিটাইম অথরিটির মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। বন্দরের দায়িত্বশীল সংস্থা, শুল্ক বিভাগ ও মুক্ত অঞ্চল কর্তৃপক্ষের পাশাপাশি জাতীয় নিরাপত্তা বাহিনী, পরিচয় ও নাগরিকত্ব বিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ এবং দুবাই কাস্টমসও এতে যুক্ত ছিল। নতুন নিয়মে আগাম তথ্য যাচাই ব্যবস্থার মাধ্যমে নৌযান, নাবিক ও যাত্রীদের তথ্য একবারেই সংগ্রহ করা হবে, যাতে একই প্রক্রিয়া বারবার করতে না হয়।
দুবাই ও আবু ধাবির শীর্ষ কর্মকর্তাদের প্রতিক্রিয়া
দুবাই মেরিটাইম অথরিটির প্রধান নির্বাহী শেখ ডা. সাঈদ বিন আহমেদ বিন খলিফা আল মাকতুম বলেন, ইয়ট ভ্রমণ সহজ করতে দুবাইয়ের অভিজ্ঞতা ভাগ করে নিতে পেরে তারা গর্বিত। এই সমন্বিত উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতকে বিশ্বমানের সামুদ্রিক গন্তব্য হিসেবে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে।

অন্যদিকে আবু ধাবি মেরিটাইমের প্রধান নির্বাহী ও এডি পোর্টস গ্রুপের টেকসই উন্নয়ন প্রধান ক্যাপ্টেন সাইফ আল মেহাইরি জানান, এই উদ্যোগের মাধ্যমে সামুদ্রিক চলাচল আরও সহজ হবে এবং আন্তর্জাতিক ইয়ট পর্যটকদের জন্য আমিরাতের জলপথ আগের চেয়ে বেশি আকর্ষণীয় হয়ে উঠবে।
জানুয়ারি থেকে কার্যকর নতুন নিয়ম
কর্তৃপক্ষ জানিয়েছে, জানুয়ারি দুই হাজার ছাব্বিশের শুরু থেকেই নতুন নিয়ম কার্যকর হবে। ইতোমধ্যে শিপিং এজেন্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে যাতে তারা নতুন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে পারে। সংশ্লিষ্টদের মতে, এই সহযোগিতা সংযুক্ত আরব আমিরাতের সামুদ্রিক খাতে পারস্পরিক সমন্বয়ের এক নতুন অধ্যায়ের সূচনা করল।

সারাক্ষণ রিপোর্ট 



















