ইয়েমেনের দীর্ঘ গৃহযুদ্ধের এক দশকের বেশি সময় পর মানবিক সংকট লাঘবে বড় পদক্ষেপ নিল সংঘাতরত পক্ষগুলো। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার ও হুথি গোষ্ঠী দুই হাজার নয়শ’ বন্দিকে মুক্তি দিতে একমত হয়েছে। এটিই চলমান যুদ্ধে সবচেয়ে বড় বন্দিবিনিময় চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। জাতিসংঘের বিশেষ দূতের দপ্তর ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির তত্ত্বাবধানে এই সমঝোতায় পৌঁছানো হয়েছে।

মানবিক সংকটে স্বস্তির বার্তা
চুক্তি স্বাক্ষরের পর সৌদি আরবের রাষ্ট্রদূত মোহাম্মদ আল জাবির জানান, এই উদ্যোগের ফলে বন্দিরা পরিবারের কাছে ফিরতে পারবে। তিনি বলেন, দুই পক্ষের আলোচক দল যে সমঝোতায় পৌঁছাতে পেরেছে, তা ইয়েমেনে আস্থা গঠন ও পরিস্থিতি শান্ত করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি। দীর্ঘদিন ধরে বন্দি থাকা মানুষদের পরিবারগুলোর জন্য এটি বড় স্বস্তির খবর।
কারা থাকছেন মুক্তির তালিকায়
হুথি মুখপাত্র মোহাম্মদ আবদুলসালাম জানান, এই বিনিময়ে ইয়েমেনি নাগরিকদের পাশাপাশি সাতজন সৌদি ও তেইশজন সুদানি নাগরিক মুক্তি পাবেন। বন্দিবিনিময় প্রক্রিয়াটি ওমানের মাসকাটে সৌদি নেতৃত্বের সহযোগিতায় চূড়ান্ত হয়।

জাতিসংঘের প্রতিক্রিয়া
ইয়েমেনে জাতিসংঘের বিশেষ দূত হান্স গ্রুন্ডবার্গ এই চুক্তিকে ইতিবাচক ও অর্থবহ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, এতে বন্দি ও তাদের পরিবারের দুর্ভোগ কিছুটা হলেও কমবে। একই সঙ্গে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক হুথিদের প্রতি আহ্বান জানিয়েছেন, দেশে আটক থাকা জাতিসংঘের কর্মীদের অবিলম্বে ও নিঃশর্তভাবে মুক্তি দিতে।


সারাক্ষণ রিপোর্ট 


















