০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
চীনের বিরুদ্ধে মার্কিন চিপ শুল্ক নীতি ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোয় শিল্প স্থাপনায় আগুন ইন্দোনেশিয়া-যুক্তরাষ্ট্র শুল্ক সমঝোতা চূড়ান্তের পথে, জানুয়ারিতে স্বাক্ষরের সম্ভাবনা শিকাগোতে সেনা মোতায়েন আটকাল সুপ্রিম কোর্ট, ট্রাম্প প্রশাসনের ক্ষমতা প্রশ্নের মুখে কুয়েত-চীনের চারশ কোটি ডলারের চুক্তিতে বদলে যাচ্ছে বন্দর ভবিষ্যৎ, জোরালো হবে বাণিজ্য ও কর্মসংস্থান বোমা আর বাস্তুচ্যুতির মাঝখানে গাজা, ফের ঘরছাড়া হওয়ার আতঙ্কে অবরুদ্ধ মানুষ উত্তর সীমান্তে আকাশজুড়ে আলোর স্তম্ভ বিস্ময়ে মুগ্ধ বাসিন্দারা, বিরল শীতের ইঙ্গিত বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দুতে রিয়াদ: সংঘাত নিরসনে সৌদি আরবের সংজ্ঞায়িত বছর ইয়েমেনে বন্দিবিনিময়ে বড় অগ্রগতি, দুই হাজার নয়শ’ জনের মুক্তিতে সমঝোতা অর্থনীতি টিকে থাকলেও জীবনের চাপে ক্লান্ত আমেরিকা, দুশ্চিন্তায় নতুন বছর

ইয়েমেনে বন্দিবিনিময়ে বড় অগ্রগতি, দুই হাজার নয়শ’ জনের মুক্তিতে সমঝোতা

ইয়েমেনের দীর্ঘ গৃহযুদ্ধের এক দশকের বেশি সময় পর মানবিক সংকট লাঘবে বড় পদক্ষেপ নিল সংঘাতরত পক্ষগুলো। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার ও হুথি গোষ্ঠী দুই হাজার নয়শ’ বন্দিকে মুক্তি দিতে একমত হয়েছে। এটিই চলমান যুদ্ধে সবচেয়ে বড় বন্দিবিনিময় চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। জাতিসংঘের বিশেষ দূতের দপ্তর ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির তত্ত্বাবধানে এই সমঝোতায় পৌঁছানো হয়েছে।

Yemen's Ansarullah, ousted regime agree to release 2,900 detainees in  largest prisoner swap

মানবিক সংকটে স্বস্তির বার্তা

চুক্তি স্বাক্ষরের পর সৌদি আরবের রাষ্ট্রদূত মোহাম্মদ আল জাবির জানান, এই উদ্যোগের ফলে বন্দিরা পরিবারের কাছে ফিরতে পারবে। তিনি বলেন, দুই পক্ষের আলোচক দল যে সমঝোতায় পৌঁছাতে পেরেছে, তা ইয়েমেনে আস্থা গঠন ও পরিস্থিতি শান্ত করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি। দীর্ঘদিন ধরে বন্দি থাকা মানুষদের পরিবারগুলোর জন্য এটি বড় স্বস্তির খবর।

কারা থাকছেন মুক্তির তালিকায়

হুথি মুখপাত্র মোহাম্মদ আবদুলসালাম জানান, এই বিনিময়ে ইয়েমেনি নাগরিকদের পাশাপাশি সাতজন সৌদি ও তেইশজন সুদানি নাগরিক মুক্তি পাবেন। বন্দিবিনিময় প্রক্রিয়াটি ওমানের মাসকাটে সৌদি নেতৃত্বের সহযোগিতায় চূড়ান্ত হয়।

Yemen's Houthi rebels unilaterally release 153 war detainees, Red Cross says

জাতিসংঘের প্রতিক্রিয়া

ইয়েমেনে জাতিসংঘের বিশেষ দূত হান্স গ্রুন্ডবার্গ এই চুক্তিকে ইতিবাচক ও অর্থবহ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, এতে বন্দি ও তাদের পরিবারের দুর্ভোগ কিছুটা হলেও কমবে। একই সঙ্গে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক হুথিদের প্রতি আহ্বান জানিয়েছেন, দেশে আটক থাকা জাতিসংঘের কর্মীদের অবিলম্বে ও নিঃশর্তভাবে মুক্তি দিতে।

Yemen's Ansarullah, ousted regime agree to release 2,900 detainees in  largest prisoner swap

 

Yemen war foes complete two-day prisoner swap - SWI swissinfo.ch

 

জনপ্রিয় সংবাদ

চীনের বিরুদ্ধে মার্কিন চিপ শুল্ক নীতি

ইয়েমেনে বন্দিবিনিময়ে বড় অগ্রগতি, দুই হাজার নয়শ’ জনের মুক্তিতে সমঝোতা

০৪:১৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

ইয়েমেনের দীর্ঘ গৃহযুদ্ধের এক দশকের বেশি সময় পর মানবিক সংকট লাঘবে বড় পদক্ষেপ নিল সংঘাতরত পক্ষগুলো। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার ও হুথি গোষ্ঠী দুই হাজার নয়শ’ বন্দিকে মুক্তি দিতে একমত হয়েছে। এটিই চলমান যুদ্ধে সবচেয়ে বড় বন্দিবিনিময় চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। জাতিসংঘের বিশেষ দূতের দপ্তর ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির তত্ত্বাবধানে এই সমঝোতায় পৌঁছানো হয়েছে।

Yemen's Ansarullah, ousted regime agree to release 2,900 detainees in  largest prisoner swap

মানবিক সংকটে স্বস্তির বার্তা

চুক্তি স্বাক্ষরের পর সৌদি আরবের রাষ্ট্রদূত মোহাম্মদ আল জাবির জানান, এই উদ্যোগের ফলে বন্দিরা পরিবারের কাছে ফিরতে পারবে। তিনি বলেন, দুই পক্ষের আলোচক দল যে সমঝোতায় পৌঁছাতে পেরেছে, তা ইয়েমেনে আস্থা গঠন ও পরিস্থিতি শান্ত করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি। দীর্ঘদিন ধরে বন্দি থাকা মানুষদের পরিবারগুলোর জন্য এটি বড় স্বস্তির খবর।

কারা থাকছেন মুক্তির তালিকায়

হুথি মুখপাত্র মোহাম্মদ আবদুলসালাম জানান, এই বিনিময়ে ইয়েমেনি নাগরিকদের পাশাপাশি সাতজন সৌদি ও তেইশজন সুদানি নাগরিক মুক্তি পাবেন। বন্দিবিনিময় প্রক্রিয়াটি ওমানের মাসকাটে সৌদি নেতৃত্বের সহযোগিতায় চূড়ান্ত হয়।

Yemen's Houthi rebels unilaterally release 153 war detainees, Red Cross says

জাতিসংঘের প্রতিক্রিয়া

ইয়েমেনে জাতিসংঘের বিশেষ দূত হান্স গ্রুন্ডবার্গ এই চুক্তিকে ইতিবাচক ও অর্থবহ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, এতে বন্দি ও তাদের পরিবারের দুর্ভোগ কিছুটা হলেও কমবে। একই সঙ্গে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক হুথিদের প্রতি আহ্বান জানিয়েছেন, দেশে আটক থাকা জাতিসংঘের কর্মীদের অবিলম্বে ও নিঃশর্তভাবে মুক্তি দিতে।

Yemen's Ansarullah, ousted regime agree to release 2,900 detainees in  largest prisoner swap

 

Yemen war foes complete two-day prisoner swap - SWI swissinfo.ch