রমজান মাস সামনে রেখে খেজুরের বাজারে স্বস্তি দিতে আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম ধরে রাখা এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
শুল্ক কমানোর সিদ্ধান্ত
জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, খেজুর আমদানিতে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। অর্থাৎ মোট শুল্ক ৪০ শতাংশ হ্রাস করা হলো।
কার্যকারিতা ও মেয়াদ
এ সংক্রান্ত প্রজ্ঞাপন ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি করা হয়েছে। নতুন এই শুল্কহার কার্যকর থাকবে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত।
রমজানকে কেন্দ্র করে বাজার নিয়ন্ত্রণ
এনবিআরের মতে, রমজান মাসে খেজুরের চাহিদা হঠাৎ বেড়ে যায়, কারণ ইফতারে এটি ঐতিহ্যগতভাবে ব্যবহৃত হয়। বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকানো এবং স্থিতিশীলতা বজায় রাখতেই শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অগ্রিম আয়করেও ছাড়
শুল্ক কমানোর পাশাপাশি আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধানেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত নিয়ম অনুযায়ী খেজুরসহ সব ধরনের ফল আমদানিতে অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
আগের সুবিধা বহাল
এছাড়া গত বছর চালু করা খেজুর ও ফল আমদানিতে অগ্রিম আয়করের ওপর ৫০ শতাংশ ছাড় চলতি বছরেও বহাল রাখা হয়েছে বলে জানিয়েছে রাজস্ব কর্তৃপক্ষ।
সারাক্ষণ রিপোর্ট 



















